Scores

সিলেট বিভাগের সেরা ১০ বোলার বাছাই সম্পন্ন

বিপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি সিলেট সিক্সার্সের উদ্যোগে সিলেট বিভাগের সেরা ১০ বোলার বাছাই সম্পন্ন করা হয়েছে। বুধবার (২৪ ফেব্রুয়ারি) প্রাথমিক বাছাই থেকে অনেক পরীক্ষা-নিরীক্ষার পর চূড়ান্ত ১০ বাছাই নির্ধারণ করা হয়।

সিলেট বিভাগের সেরা ১০ বোলার বাছাই সম্পন্ন
সেরা বোলার বাছাইয়ের পর সিলেট সিক্সার্সের জার্সি উন্মোচন অনুষ্ঠান

সিলেট সিক্সার্সের এই অভিনব উদ্যোগে শামিল ছিলেন পাকিস্তানের সাবেক তারকা পেসার ওয়াকার ইউনিস। বুধবার সকাল থেকে সিলেট জেলা স্টেডিয়ামে শুরু হওয়া চূড়ান্ত বাছাইয়ে অংশ নিয়েছিলেন আগের ট্রায়াল থেকে বাছাইকৃত ৮২ জন বোলার। সেখান থেকে প্রথমে ২৮ জন ও পরবর্তীতে ২৮ জন থেকে ১০ জন সেরা বোলার বাছাই করেন ওয়াকার ইউনিস। সিলেটের চার জেলা- সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জ থেকে সিলেট সিক্সার্সের কোচিং স্টাফ বাছাই করেছিলেন বোলারদের।

সেরা দশ বোলারের উদ্দেশ্যে ওয়াকার বলেন, তোমাদের ভেতরে অনেক প্রতিভা রয়েছে সবাইকে অনেক পরিশ্রম করতে হবে যাতে আগামীতে ফিউচার সিক্সার্সের হয়ে টিমের কাজ করতে পারো সিলেট টিমের চেয়ারম্যানকে ধন্যবাদ জানাই, রকমের উদ্যোগ নেওয়ার জন্য এই বোলারদের ঠিকমতো গড়ে তুলতে পারলে তারা ভবিষ্যতে সিলেট সিক্সার্সসহ বাংলাদেশ দলেরও উপকারে আসবে

Also Read - নাফীসের লক্ষ্য ধারাবাহিক ভালো খেলা


বোলার বাছাই প্রক্রিয়ার পর একই ভেন্যুতে অনুষ্ঠিত হয় সিলেট সিক্সার্সের জার্সি উন্মোচন অনুষ্ঠান। এ সময় ওয়াকার ইউনিস ছাড়াও অন্যান্যদের মধ্যে সিলেট সিক্সার্সের চেয়ারম্যান সাহেদ মুহিত, সিইও ইয়াসির উবাইদ, সিলেট সিক্সার্সের পরিচালক বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট সিক্সার্সের পরিচালক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহী উদ্দিন আহমদ সেলিম উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাছাইকৃত সেরা দশ বোলার হলেন- স্পিনার নাঈম আহমদ, ইশাক আলী ও নাঈম হোসাইন সাকিব এবং পেসার অভি, সফর, রুহল, তোফায়েল, জয়নুল, সাইফুল এবং সুলতান। তারা পুরো বিপিএলে সিলেট সিক্সার্সের সঙ্গে থাকার সুযোগ পাবেন, পুরো আসর কাটাবেন নবাগত দলটির অংশ হিসেবে।

  • সিয়াম চৌধুরী, প্রতিবেদক, বিডিক্রিকটাইম

Related Articles

সফরের মাঝপথে ছুটি নিলেন ওয়াকার

ওয়াকারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আসিফের

এক শর্তে পাকিস্তান দলে ফিরবেন আমির

আমিরের অবসর পাকিস্তান ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট করেছে

অবসাদ কাটাতে দল ছাড়ছেন ওয়াকার