সিলেট সিক্সার্সকে বিসিবির আইনি নোটিশ
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরে কয়েকজন খেলোয়াড়-কোচের পারিশ্রমিক পরিশোধ না করায় টুর্নামেন্টের সাবেক দল সিলেট সিক্সার্সের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সম্প্রতি ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (ফিকা) এক প্রতিবেদনে উঠে আসে, বিপিএলসহ কয়েকটি লিগের খেলোয়াড়রা সাম্প্রতিক সময়ে পারিশ্রমিক পেতে ভোগান্তিতে পড়েছেন। পরবর্তীতে জানা যায়, ২০১৮-১৯ মৌসুমে সিলেট সিক্সার্স ৩ জন ক্রিকেটার ও ১ জন কোচের বকেয়া পারিশ্রমিক এখনো পরিশোধ করেনি।
Also Read - স্পন্সর নিয়ে ভারতীয়রাই উপহাস করছে আইপিএলকে
এই তিন ক্রিকেটার হলেন- ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান, আফগানিস্তানের গুলবাদিন নাইব ও পাকিস্তানের সোহেল তানভীর। এছাড়া দলটির তৎকালীন প্রধান কোচ ওয়াকার ইউনিসের পাওনা অর্থও এখনো পরিশোধ করেনি দলটির ফ্র্যাঞ্চাইজি। তিন ক্রিকেটার ও কোচ ফ্র্যাঞ্চাইজির সাথে একাধিকবার যোগাযোগ করেও পাওনা অর্থ পাননি।
এর আগে বকেয়া পরিশোধের জন্য সিলেট সিক্সার্সকে অনুরোধ করেছিল বিসিবি। তাতে কাজ না হওয়ায় এবার পাঠানো হয়েছে আইনি নোটিশ। আইসিসি সদস্য দলগুলোর মধ্যে একমাত্র বিপিএলের পরিশোধ আদায় নিয়েই অনিয়মের অভিযোগ করেছে ফিকা। ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ায় স্বভাবতই সিলেট সিক্সার্সের উপর মনঃক্ষুণ্ণ বিসিবি।
বিসিবির দাবি, তিন ক্রিকেটারকে প্লেয়ার্স ড্রাফটের বাইরে থেকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছিল বিধায় তাদের পারিশ্রমিক পরিশোধে বিসিবির ‘তেমন কিছু করার নেই’। বিসিবি তাই নিজেদের কোষাগার থেকে অর্থ পরিশোধ করতে পারবে না। তবে নিয়ম অনুযায়ী সিলেট সিক্সার্সকে পাঠানো হয়েছে আইনি নোটিশ। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার চৌধুরী মল্লিক।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।