Scores

সিলেট সিক্সার্সকে শীর্ষে নিতে চান ওয়ার্নার

প্রথমবারের মতো বিপিএল টি-টোয়েন্টি মাতাতে এসেছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ডেভিড ওয়ার্নার। আজ দলের সঙ্গে অনুশীলন করেন তিনি। সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে অধিনায়ক হিসেবে সংবাদ সম্মেলন করেন ওয়ার্নার। ডেভিড ওয়ার্নার জানান বিপিএলে সিলেটকে শীর্ষে নিয়ে যেতে চান।

গতকালই ঢাকায় এসে পৌঁছেছেন ওয়ার্নার। তারপরের দিন, আজ দলের সঙ্গে অনুশীলনে নামেন তিনি। তাকে দলে ভিড়িয়েই অধিনায়ক হিসেবে ঘোষণা দেয় সিলেট সিক্সার্স ফ্র্যাঞ্চাইজি। শুধু বাকি ছিল আনুষ্ঠানিকতা। আজ সেটিও সেরে ফেলল। আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়ার পরেই সংবাদ সম্মেলন করেন ওয়ার্নার।

সেখানেই বিপিএলে নিজের লক্ষ্যের কথা জানান তিনি। বিপিএলে ম্যাচ গুলো মূলত হবে মিরপুর, চট্টগ্রাম ও সিলেটে। ঢাকা ও চট্টগ্রামের খেলার অভিজ্ঞতা রয়েছে ওয়ার্নারের। ২০১৭ সালে বাংলাদেশের বিপক্ষে দুই টেস্ট খেলেছিল অস্ট্রেলিয়া। সংবাদ সম্মেলনে ওয়ার্নার জানান সিলেটকে সামনে থেকে নেতৃত্ব দিতে চান তিনি, দলকে নিয়ে যেতে চান শীর্ষে।

Also Read - মিরাজের লক্ষ্য সেরা চার


“এই মুহূর্তে অস্ট্রেলিয়ায় ক্লাব ক্রিকেট খেলা নিয়ে আজ ওয়াকারের সঙ্গে কথা বলছিলাম। এখানে উইকেট নিচু ও মন্থর। এই কন্ডিশনে মানিয়ে নেওয়া একটু কঠিন। তবে দেশে অনেক রান করে এসেছি। আর ঢাকা-চট্টগ্রামে আগেও খেলেছি। জানি, উইকেট কেমন হতে পারে। ছন্দটা ধরে নেওয়ার ব্যাপার মাত্র এবং নিশ্চিত করা যেন সিলেটকে সামনে থেকে নেতৃত্ব দিতে পারি সেই সাথে সিলেট সিক্সার্সকে শীর্ষে নিয়ে যেতে পারি।”

ক্রিকেট বিশ্বের প্রায় সবকটি ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা রয়েছে ডেভিড ওয়ার্নারের। প্রথমবারই খেলতে এলেন বিপিএল। জাতীয় নির্বাচনের কারণে বিপিএল পেছানো হয়। বর্তমানে চলছে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ টি-টোয়েন্টি লিগও। যার কারণে অনেক বিদেশি ক্রিকেটার পাওয়া যায়নি। বিপিএলকে কীভাবে দেখছেন ওয়ার্নার?

“আন্তর্জাতিক সূচির মধ্যে নির্দিষ্ট খেলোয়াড়দের পাওয়া অনেক কঠিনই হয়ে দাঁড়িয়েছে। এই মুহূর্তে বিপিএলকেই দেখুন বিগ ব্যাশের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে। এর পর পিএসএল আছে। আইপিএল আছে। বিশ্বকাপের আগে এ ধরনের টুর্নামেন্ট আয়োজন সত্যি অনেক ভালো ব্যাপার। কিন্তু অনেক বিদেশি খেলোয়াড় এখানে আসতে পারেনি।”

আরও পড়ুনঃ মিরাজের লক্ষ্য সেরা চার

Related Articles

অস্ট্রেলিয়া স্কোয়াড : দীর্ঘ দিন পর হেনরিকস, দুই নতুন মুখ

আইপিএলে দ্রুততম কোহলির রেকর্ড ভাঙলেন ওয়ার্নার

তৃতীয় জয়ের দেখা পেল চেন্নাই

বিপিএলে দেখা বিধ্বংসী পুরানকে মনে পড়েছে ওয়ার্নারের

আইপিএলে ব্যাট হাতে ওয়ার্নারের অনন্য রেকর্ড