Scores

সিলেট সিক্সার্স ছাড়লেন সন্দ্বীপ লামিচানে

চোটের কারণে অধিনায়ক ডেভিড ওয়ার্নার অনেক আগেই দল ছেড়ে নিজ দেশ অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়েছেন। আরেক বিদেশি ক্রিকেটার দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির বাংলাদেশ পর্যন্ত এসেও ম্যাচ না খেলে চলে গিয়েছেন। এবার আরও একটি ধাক্কা খেলো সিলেট সিক্সার্স।

সিলেট সিক্সার্স ছাড়লেন সন্দ্বীপ লামিচানে

আন্তর্জাতিক ম্যাচের সুচির জন্য দলের সঙ্গ ছেড়ে সংযুক্ত আরব আমিরাতে ফিরে গিয়েছেন সিক্সার্সের তরুণ লেগ স্পিনার সন্দ্বীপ লামিচানে।

তাহিদের মত লামিচানেও দল ছেড়েছেন নিজের জাতীয় দলের খেলার কারণে। আগামী ২৫ জানুয়ারি থেকে সংযুক্ত আরব আমিরাতে স্বাগতিক দলের বিপক্ষে নেপালের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে। জাতীয় দলে ডাক পাওয়ায় স্বভাবতই বিপিএল ছেড়ে যেতে হচ্ছে ১৮ বছর বয়সী নেপালি বিস্ময় বালককে।

Also Read - মাশরাফির চাওয়াতেই ওয়ানডে দলে সাব্বির!


তবে বিপিএল নিয়ে লামিচানের বেশ আগ্রহ ছিল। বিগ ব্যাশের মত ঐতিহ্যবাহী টুর্নামেন্ট ফেলে তিনি বাংলাদেশে এসেছিলেন বিপিএল খেলতে।

ষষ্ঠ বিপিএলে সিলেট সিক্সার্সের জার্সি গায়ে লামিচানে খেলেছেন ছয়টি ম্যাচ। যদিও তার কাছ থেকে প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্সের দেখা পায়নি দল। ছয়টি ম্যাচ খেলে তিনি শিকার করেছেন চারটি উইকেট। মাঝেমাঝে ব্যাট হাতে নামতে হলেও সেখানেও খুব একটা সুবিধা করতে পারেননি।

সিলেট সিক্সার্সের সঙ্গ ছেড়ে লামিচানে ইতোমধ্যে দুবাই পৌঁছেছেন। আর তা তরুণ ক্রিকেটার জানিয়েছেন এক টুইট বার্তার মাধ্যমে।


লামিচানে যখন দল ছেড়েছেন, সিলেট সিক্সার্স তখন বাংলাদেশ প্রিমিয়ার লিগে খুব একটা ভালো অবস্থানে নেই। এখন পর্যন্ত ৭টি ম্যাচ খেলে সিলেট অঞ্চলের প্রতিনিধিত্বকারী দল জয় পেয়েছে মাত্র ২টি ম্যাচে, হেরেছে বাকি ৫টি ম্যাচেই। এই প্রতিবেদন লেখার সময় খুলনা টাইটান্সের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে লড়ছে সিলেট। ওয়ার্নার চোটের কারণে দেশে ফিরে যাওয়ায় এই ম্যাচে দলকে নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানি ক্রিকেটার সোহেল তানভীর।

Related Articles

নতুন দায়িত্বে সাকিব-তামিমদের সাবেক কোচ হোয়াটমোর

বিগ ব্যাশের প্রাক্বালে করোনায় আক্রান্ত লামিচানে

মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত নেপালের ক্রিকেটার

করোনাভাইরাসের কারণে মাঠে নামা হচ্ছে না গেইলের

জিম্বাবুয়ের কম রানের বিশ্ব-রেকর্ডে ভাগ বসাল যুক্তরাষ্ট্র