Scores

সিলেট সুরমা সিক্সার্সে উইলিয়ামসন-ডসন

Sylhet rope in Williamson and Dawson for BPL T20 2017

বাংলাদেশ প্রিমিয়ার লিগের পঞ্চম আসরের নতুন দল সিলেট সুরমা সিক্সার্স। সবাই যখন দল গুছাতে ব্যস্ত। তখন নতুন এই দলটি কিছুটা পিছিয়ে ছিল। তবে অবশেষে ক্রিকেট বিশ্বের বড় বড় নামকে যুক্ত করতে শুরু করেছে দলটি।

নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন ও ইংল্যান্ডের লিয়াম ডসনকে আসন্ন বিপিএলের জন্য দলে ভিড়িয়েছে সিলেট সুরমা সিক্সার্স। বিষয়টি নিশ্চিত করেছেন দলটির প্রধান সমন্বয়কারী শফিকুল ইসলাম। কেন উইলিয়ামসন ও ডসনের মতো ক্রিকেটারদের দলের সাথে যুক্ত করতে পেরে উচ্ছ্বসিত সিলেট।

Also Read - একটি ডেলিভারিতেই সমস্যা সঞ্জিতের


শফিকুল ইসলাম বলেন, “আমরা অনেক আনন্দের সাথে জানাচ্ছি কেন উইলিয়ামসন ও লিয়াম ডসন আসন্ন বিপিএলে সিলেটের হয়ে অংশ নিবেন। আমরা তাদের দলে নিতে পেরে উচ্ছ্বসিত।” 

কেন উইলিয়ামসন ও লিয়াম ডসন দুইজনই ছোট ফরম্যাটের ক্রিকেটে অনেক অভিজ্ঞতাসম্পন্ন ক্রিকেটার। উইলিয়ামসনের জন্য এবারই প্রথম বিপিএল হলেও লিয়াম ডসন এর আগেও খেলেছিলেন। রংপুর রাইডার্সের হয়ে দেখা গিয়েছিল এই ক্রিকেটারকে।

এপর্যন্ত ১০৫ টি টি-টোয়েন্টি খেলেছেন ডসন। ব্যাটে বলে সমান পারদর্শী ডসন করেছেন ৯৪৩ রান পাশাপাশি নিয়েছেন ৭৩ টি উইকেট। এদিকে বর্তমান ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান কেন উইলিয়ামসন। এখন পর্যন্ত ১১৬ টি টি-টোয়েন্টি খেলেছেন এই কিইউ ক্রিকেটার। ২৮.৪৩ গড়ে করেছেন ২৭৩৮ রান। ২৬ টি অর্ধশতকের পাশাপাশি আছে একটি শতক। ব্যাটিংয়ের পাশাপাশি ঝুলিতে আছে ৩০ টি উইকেট।

 

উল্লেখ্য, সিলেট সুরমা সিক্সার্সের আইকন ক্রিকেটার হিসেবে খেলবেন সাব্বির রহমান।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

উইলিয়ামসনের সেই রান আউট হাতছাড়া নিয়ে মুখ খুললেন মুশফিক

কিউই স্কোয়াডে চমক, অধিনায়ক সাউদি

ধনঞ্জয়া-উইলিয়ামসনের বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ

খেলার মাঝেই ভক্তদের সাথে উইলিয়ামসনের জন্মদিন উদযাপন

টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরুর লড়াইয়ে কিউই স্কোয়াড ঘোষণা