সিয়ার্স-হেনরির আঘাতের পর ক্রাইস্টচার্চে শেষের রোমাঞ্চের অপেক্ষা
৩১ বছর পর ঘরের মাঠে অজিদের টেস্টে হারানোর সুযোগ কিউইদের সামনে।

সিয়ার্স-হেনরির আঘাতের পর ক্রাইস্টচার্চে শেষের রোমাঞ্চের অপেক্ষা
রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2024-03-10T15:12:50+06:00
আপডেট হয়েছে - 2024-03-10T15:12:50+06:00
পরতে পরতে রোমাঞ্চ ছড়াতে থাকা ক্রাইস্টচার্চ টেস্ট এখন শেষের পথে। ম্যাচের বর্তমান অবস্থা থেকে ফল আসছে তা একরকম নিশ্চিতই, তা চতুর্থ দিনেও চলে আসতে পারে। ফলটা নিজেদের দিকে নিতে অস্ট্রেলিয়ার প্রয়োজন ২০২ রান, নিউজিল্যান্ডের দরকার ৬ উইকেট। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
শেষ বিকেলে অজিদের ব্যাটিং লণ্ডভণ্ড করে দিয়েছেন কিউই বোলাররা। ছবি : গেটি ইমেজস
তৃতীয় দিনে ২ উইকেটে ১৩৪ রান নিয়ে দিনের খেলা শুরু করে নিউজিল্যান্ড। ক্রিজে টিকে থাকা টম ল্যাথাম এবং রাচিন রবীন্দ্র সাবলীল ব্যাটিংয়ে আগাতে থাকলেও বেশিক্ষণ টেকেনি এই জুটি। দলের ১৫৫ রানের মাথায় ১৬৮ বলে ৭৩ রানের ইনিংস খেলে বিদায় নেন ল্যাথাম। এরপর ড্যারিল মিচেলকে সাথে নিয়ে এগোতে থাকেন রাচিন।
রাচিন-মিচেলের কার্যকরী ব্যাটিংয়ে এগোতে থাকে নিউজিল্যান্ডের ইনিংস। দুজনের ধীরস্থির, শান্ত ব্যাটিংয়ে ফলে কিছুটা চাপে পড়ে যান অজি বোলাররা। অল্প সময়ের ব্যবধানে দুজনেই ছুঁয়েছেন ফিফটি। অসাধারণ ব্যাটিংয়ে ফিফটি ছুঁয়ে সেঞ্চুরির দিকে ছুটতে থাকেন রাচিন। তবে মিচেল ফিফটির পর আর বেশি দূর আগাতে পারেননি। ৯৮ বলে ৫৮ রানের ইনিংস খেলে দলীয় ২৭৮ রানের মাথায় থামেন মিচেল।
৪ উইকেট শিকার করেছেন কামিন্স। ছবি : গেটি ইমেজস
মিচেলের বিদায়ের পর থেমেছে রাচিনের ইনিংসও। ১৫৩ বলে ৮২ রানের ঝলমলে এক ইনিংস খেলে দলের ২৮৬ রানের মাথায় আউট হন রাচিন। এরপর ৪৯ বলে ৪৪ রানের লড়াকু এক ইনিংস খেলেন স্কট কুগেলেইন। বাকিরা তেমন কেউ আহামরি ভালো করতে পারেননি। দ্বিতীয় ইনিংসে ৩৭২ রানের মাথায় থামে নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়ার সামনে লক্ষ্য দাঁড়ায় ২৭৯ রান।
ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন রাচিন। ছবি : গেটি ইমেজস
অজিদের হয়ে ৪ উইকেট শিকার করেন প্যাট কামিন্স। এছাড়া ৩ উইকেট নেন নাথান লায়ন। ১টি করে উইকেট তোলেন ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড এবং মিচেল স্টার্ক।
শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে শুরুটা অত ভালোভাবে করতে পারেনি অস্ট্রেলিয়া। দলের ১৫ রানের মাথাতে সাজঘরে ফিরে যান ওপেনার স্টিভেন স্মিথ, খেলেছেন ২৫ বলে ৯ রানের ইনিংস। তিনে নামা মারনাস লাবুশেনও সাজঘরে ফিরেছেন দ্রুত। ৮ বলে করেছেন ৬ রান। টিকে থাকা ওপেনার উসমান খাজা ২৪ বলে ১১ রান করে আউট হন ৩০ রানের মাথায়। ক্যামেরন গ্রিন ফিরেছেন দলের ৩৪ রানের মাথায়, খেলেছেন ২১ বলে ৫ রানের ইনিংস। মাত্র ৩৪ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া।
ছন্দে ছিলেন কিউই বোলাররা। ছবি : গেটি ইমেজস
পরে সেই চাপটা সামাল দিয়েছেন ট্রাভিস হেড এবং মিচেল মার্শ। হেড ধীরেসুস্থে আগালেও কিছুটা আগ্রাসী ছিলেন মার্শ। দিনের বাকি সময়টায় আর কোনো বিপদ হতে দেননি দুজন। ২৪ ওভারের খেলা শেষে ৪ উইকেট হারিয়ে ৭৭ রান তুলে তৃতীয় দিনের খেলা শেষ করেছে অস্ট্রেলিয়া। ৩৯ বলে ১৭ রান করে অপরাজিত আছেন হেড। অন্যদিকে ২৭ বলে ২৭ রান করে ক্রিজে টিকে আছেন মার্শ। জয়ের জন্য আরও ২০২ রান দরকার অজিদের, হাতে আছে ৬ উইকেট।
নিউজিল্যান্ডের হয়ে ২টি করে উইকেট শিকার করেছেন বেন সিয়ার্স এবং ম্যাট হেনরি।
তৃতীয় দিনের খেলা শেষে প্রায় সমান-সমান অবস্থায় আছে ক্রাইস্টচার্চ টেস্ট। এখান থেকে জিততে পারে যেকোনো দল। বেশ বিরল এক রেকর্ড গড়ার সামনে আছে নিউজিল্যান্ড। ১৯৯৩ সালের মার্চের পর টেস্টে ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে হারাতে পারেনি কিউইরা। এখন ২০২৪, চলছে আরও এক মার্চ মাস। ৩১ বছর পর আবারও ঘরের মাঠে অজিদের হারানোর সুযোগ কিউইদের সামনে। চতুর্থ দিনে দাপুটে ক্রিকেট খেলে সেই সুযোগটা লুফে নিতে হবে নিউজিল্যান্ডকে।
দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।