Scores

সীমিত ওভারের ক্রিকেটে ভারতের নতুন অধিনায়ক কোহলি

মহেন্দ্র সিং ধোনি সীমিত ওভারের ক্রিকেটে ভারত জাতীয় দলের অধিনায়কত্ব ছাড়ার পরই এক প্রকার অনুধাবন করা যাচ্ছিল দলটির নতুন অধিনায়ক হতে যাচ্ছেন বিরাট কোহলি। অবশেষে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সকলের এ ধারণাই সত্যি হলো। টেস্টের পর এখন সীমিত ওভারের ক্রিকেটেও ভারতের হাল থাকছে কোহলির কাঁধে।

শুক্রবার আসন্ন ইংল্যান্ড সফরের দল ঘোষণার সময় ভারত ক্রিকেট দলের নতুন অধিনায়ক হিসেবে কোহলির নাম ঘোষণা করে বিসিসিআই। অধিনায়কের চরিত্র থেকে বিদায় নিলেও দলের সাথে থাকছেন ধোনি, তাই আসন্ন সিরিজের ১৫ জনের দলে রয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

ইংল্যান্ডের বিপক্ষে ঘোষিত দলে বিস্ময়ের জন্ম দিয়ে বেশ কিছু পরিবর্তন এনেছে নির্বাচকরা। রোহিত শর্মাসহ কয়েকজন দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে বিশ্রাম দিয়ে আসন্ন এ সফরের জন্য দলে ভিড়ানো হয়েছে যুবরাজ, রায়নাদের। দীর্ঘ নয় মাস পর জাতীয় দলে ফিরে একদিনের পাশাপাশি টি-টোয়েন্টি দলের স্কোয়াডে যুবরাজ সিং জাগ্যগা করে নিলেও রায়নার কপালে জুটেছে টি-টোয়েন্টি স্কোয়াডে জায়গা। [আরো পড়ুনঃ টি-টোয়েন্টি সিরিজ শেষ রনকির, ডাক পেলেন ব্লান্ডেল]

Also Read - টি-টোয়েন্টি সিরিজ শেষ রনকির, ডাক পেলেন ব্লান্ডেল


ভারতের ওয়ানডে দলঃ লোকেশ রাহুল, শিখর ধাওয়ান, বিরাট কোহলি (অধিনায়ক), মহেন্দ্র সিং ধোনি, মনিশ পাণ্ডে, কেদার যাদব, যুবরাজ সিং, আজিঙ্কা রাহানে, হার্দিক পাণ্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অমিত মিশ্র, জাসপ্রিৎ বোমরাহ, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব।
 

ভারতের টি-টোয়েন্টি দলঃ লোকেশ রাহুল, মন্দ্বীপ সিং, বিরাট কোহলি (অধিনায়ক), মহেন্দ্র সিং ধোনি, যুবরাজ সিং, সুরেশ রায়না, ঋশাব পান্ট, হার্দিক পাণ্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চাহাল, মনিশ পাণ্ডে, জাসপ্রিৎ বোমরাহ, ভুবনেশ্বর কুমার, আশীষ নেহরা।


-ইমরান হাসান, প্রতিবেদক, বিডিক্রিকটাইম ডট কম

Related Articles

মুসলিম ক্রিকেটারের গায়ে ‘শ্যাম্পেন’ ঢেলে বিতর্কিত এসেক্স

নিউজিল্যান্ডের আরও তিনটি সিরিজের সূচি চূড়ান্ত

চূড়ান্ত হলো বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সূচি

মহামারীতে স্থগিত হল এমজানসি সুপার লিগও

এখনই দেশে সিরিজ আয়োজনের ভাবনা নেই বিসিবির