Scores

সুজনকে খেলোয়াড় হিসাবে ‘মূল্য’ দিতেন না হোয়াটমোর

খেলোয়াড়ি জীবনের বাংলাদেশের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জয়ের ম্যাচে অবদান রেখেছিলেন খালেদ মাহমুদ সুজন। কিন্তু বাংলাদেশের সাবেক কোচ ডেভ হোয়াটমোর খেলোয়াড় হিসাবে তাকে পছন্দ করতেন না। ধারণা করা হয়, এইজন্য সুজনের অধিনায়কত্ব ও টেস্ট ক্যারিয়ার দীর্ঘ হয়নি। তবে সুজন ও হোয়াটমোরের ব্যক্তিগত সম্পর্ক ভালো ছিল।

সমালোচনার জবাব দিলেন সুজন
খালেদ মাহমুদ সুজন। ছবিঃ বিডিক্রিকটাইম

হোয়াটমোরের সাথে সুজনের একটা মনের দূরত্ব আছে বলে প্রচলিত ধারণা ছিল। বিডিক্রিকটাইমের বিশেষ সরাসরি আড্ডায় এসে সেই বিষয়টি স্পষ্ট করেছেন সুজন নিজেই। তিনি জানান খেলোয়াড় হিসাবে হোয়াটমোরের পছন্দের তালিকায় উঠতে পারেননি তিনি। মাত্র এক বছরের অধিনায়কত্বের ক্যারিয়ারে সবসময় সুজনকে কথা শুনাতেন হোয়াটমোর। প্রতিনিয়ত অবসরের কথা জিজ্ঞেস করতেন।

Also Read - আকরামের কাছে সুজনের নামে নালিশ দেন ওয়াসিম


এই বিষয়ে সুজন বলেন, ‘মানুষ হিসাবে ডেভ আমাকে অনেক পছন্দ করতেন। কিন্তু খেলোয়াড় হিসাবে আমাকে অতটা রেট (মূল্য) করতেন না। পাকিস্তান সফরে আমি অধিনায়ক ছিলাম; তখন প্রতিদিন ওকে একটা কথার উত্তর দিতে হতো যে আমি কী আমার ক্যারিয়ার নিয়ে চিন্তা করছি কিনা, আমি অবসর নিবো কিনা। আমিও প্রতিদিন বলতাম যে আমি এখনই ছেড়ে দিই! বলতাম, তুমি যদি মনে করো আমি দলের জন্য গুরুত্বপূর্ণ না তাহলে আমি খেলব না।’

প্রতিনয়ত হোয়াটমোরের এসব কথা শুনতে শুনতে ক্লান্ত হয়ে পড়েছিলেন সাবেক এই বাংলাদেশি ক্রিকেটার। পাকিস্তানে সফরে মুলতান টেস্টের আগে হোয়াটমোর এভাবে বলার এক পর্যায়ে তিনি অবসর নিয়ে নেয়ার কথা বলেছিলেন। তখন আবার কথা ঘুরিয়ে ফেলেছিলেন হোয়াটমোর। সুজনের ভাষ্যমতে এই অস্ট্রেলিয়ান কোচ একজন বিভ্রান্তিকর চরিত্র ছিলেন।  তাই সুজন তাকে বিশ্বাস করতে পারতেন না। তবে সুজনকে খুব বিশ্বাস করতেন হোয়াটমোর।

সুজনের ভাষায়, ‘মুলতান টেস্টের আগে আমার অনেক রাগ হয়ে গিয়েছিল। ওই ম্যাচের আগেই আমি অবসর নিয়ে নিতে চেয়েছিলাম। আমি বলেছিলাম, আমি আর খেলব না। তখন আবার বলে তুমি খেলবে না মানে! ডেভ বিভ্রান্তিকর একজন মানুষ ছিলেন। আমাকে উনি অনেক বিশ্বাস করতেন কিন্তু আমি উনাকে অতটা বিশ্বাস করতে পারতাম না। কারণ উনি বলতো একটা আর করতো আরেকটা।’

খালেদ মাহমুদ সুজনের সরাসরি আড্ডাটি দেখুন এখানে :

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

ইংল্যান্ড স্কোয়াডে যুক্ত হলেন আরও এক পেসার

সতীর্থদের পর এবার বোর্ডের বিরুদ্ধে একই অভিযোগ কানেরিয়ার

‘ব্রাভো-নারাইনদের অর্থনৈতিক ভবিষ্যৎ নিশ্চিত করেছে আইপিএল’

হরভজন-যুবরাজ ছোট ভাইয়ের মতো, মারার প্রশ্নই নেই: শোয়েব

জনপ্রিয়তায় ফুটবলকে ছাড়িয়ে গেল ক্রিকেট!