Scores

সুজনের কোনও দোষ দেখছেন না তামিম

দলের হেড কোচ না থাকায় শ্রীলঙ্কা সফরে হেড কোচ হয়ে এসেছেন খালেদ মাহমুদ সুজন। সিরিজ হারাতে সমলোচিত হতে হচ্ছে তাকে। তবে দলের ব্যর্থতায় সব দোষ কোচ খালেদ মাহমুদের উপর চাপাতে চান না দলের অধিনায়ক তামিম ইকবাল। সর্বোচ্চ চেষ্টাই করছেন সুজন জানিয়েছেন তামিম।

শেষ ম্যাচের আগে অনুশীলনে বাংলাদেশ। ছবিঃ এএফপি

শ্রীলঙ্কা সফরের আগে অন্তর্বর্তীকালীন কোচ হতে আপত্তি জানিয়েছিলেন খালেদ মাহমুদ। তবে শেষ পর্যন্ত বাংলাদেশ দলের দায়িত্ব নেন। দায়িত্ব নিয়েও কম সমলোচনার শিকার হচ্ছেন না তিনি। সিরিজ হারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যায় ক্যাসিনোতে সময় কাটাচ্ছেন তিনি। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে দলের এই অবস্থা তার উপর তিনি ক্যাসিনোতে?

Also Read - অনুতপ্ত ইমাম, ভুল মেনে নিয়ে ক্ষমা চাইলেন


সিরিজ হারের পর নতুন করে এই বিতর্ক তৈরি হয়েছে। তবে মূল বিষয় তার অধীনে সিরিজই হারল বাংলাদেশ। এর আগেও তার অধীনে ঘরের মাঠে ফাইনাল সহ টানা দুইটি ম্যাচ হেরেছিল বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে দলের এ ব্যর্থতায় দায় দেখছেন না সুজনের। তামিম জানান গতানুগতিকের বাইরে অনেক চেষ্টা করে যাচ্ছেন সুজন।

“যখন আমরা ভালো খেলছি না তখন তার দায় কোচের ওপর দেওয়া ঠিক না। আমরা যখন ভালো করছি না তখন কোচকে দায় দেওয়ার মানে হয় না। আমার ধারণা কোচ তার সেরাটাই দিয়েছেন, আমাদের জন্য সেরা ফ্যাসিলিটিজের ব্যবস্থা করেছেন। সব খেলোয়াড়কে প্রস্তুত হওয়ার সবটুকু সুযোগই তিনি দিয়েছেন। সর্বোচ্চই দিয়েছেন, সম্ভাব্য সেরাটুকুই।”

তিনি আরও যোগ করেন, “তাঁকে দায় দেওয়া ঠিক হবে না। বরং যে এগারোজন আমরা মাঠে ছিলাম তারা নিজেদের কাজটা করতে পারিনি বলেই হেরেছি।”

আগামীকাল সিরিজের শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। শেষ ম্যাচটি অন্তত জিততে চাইবে বাংলাদেশ।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

Related Articles

মিসবাহ-কে স্বজনপ্রীতি বন্ধ করতে বললেন কামরান আকমল

বিশ হাজারেরও বেশি ক’রোনা টেস্ট করার পরিকল্পনা আইপিএলে!

বিয়ে ক্রিকেটে নেতিবাচক প্রভাব ফেলে না : শান্ত

সারা বছর ফুটবলের মত টি-টোয়েন্টি লিগের পরিকল্পনা ক্যামেরুনের

দুইটি ফ্র্যাঞ্চাইজি থেকে প্রস্তাব পেয়েছিলেন মাহমুদউল্লাহ