Scores

“সুজন ভাই অসুস্থ, বিশ্বাসই করতে পারছি না”

হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়া সাবেক ক্রিকেটার খালেদ মাহমুদ সুজনকে সোমবার দেখতে গেছেন জাতীয় দলের ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। এ সময় তিনি সুজনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

ক্রিকেট খেলার প্রেরণা খালেদ মাহমুদ সুজনের এমন পরিস্থিতি যেন মেনে নিতে পারছেন না রিয়াদ। সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, সুজন ভাই অসুস্থ হবেন, তার এই অবস্থা হবে এটা আমি বিশ্বাসই করতে পারছি না গতকাল রাতেই তার অসুস্থতার খবর পেয়েছিলাম; কিন্তু বিষয়টা যে এতটা গুরুতর তা বুঝতে পারিনি আজ মিরপুরে অনুশীলনে আসার পরই বুঝতে পারলাম তিনি কতটা অসুস্থ কারণেই এখানে ছুটে এলাম

Also Read - গ্রেটদের সঙ্গে অনুশীলনে মিরাজ


সফল ক্রিকেটার হয়ে ওঠার পেছনে সুজনের অবদান স্বীকার করে রিয়াদ বলেন, আমি আজকের এই মাহমুদউল্লাহ রিয়াদ হয়ে গড়ে ওঠার পেছনে যে মানুষটির সবচেয়ে বেশি অবদান তিনি আমাদের সুজন ভাই ক্যারিয়ারের শুরু থেকে তাকেই আমি সবচেয়ে কাছে পেয়েছি তার বুদ্ধি, পরামর্শ, অনুপ্রেরণায় শুধু আমি নই জাতীয় দলের অনেক ক্রিকেটার গড়ে উঠেছেন সারাজীবন কারণে ওনার কাছে কৃতজ্ঞ আমরা

পরিশেষে রিয়াদ সবার কাছে সুজনের জন্য দোয়া চান, শুধু একজন ক্রিকেটার হিসেবে নয়, একজন মানুষ হিসেবে বলছি, সুজন ভাইয়ের মত ভালো মানুষ আর হতে পারে না সদা পরোপকারী একজন ব্যক্তি সত্যি কথা বলতে কী তাকে এমন দেখতে চাইনি আমি মনেপ্রাণে আল্লাহর কাছে চাই, তাকে যেন আল্লাহ সুস্থ করে দেন দেশবাসীর কাছেও দোয়া চাইছি, তারা যেন সুজন ভাইয়ের সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করেন

  • সিয়াম চৌধুরী, প্রতিবেদক, বিডিক্রিকটাইম
নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন
Tweet 20
fb-share-icon20

Related Articles

২০২৩ বিশ্বকাপের জন্য প্রস্তুত করা হচ্ছে আকবরদের

আমি সমালোচনা নিতে পারি: সুজন

সুজনকে সবচেয়ে বেশি সম্মান দেওয়া উচিত : পাপন

চার যুবাকে জাতীয় দলে চান সুজন

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতলে অবাক হবেন না সুজন