Scores

সুজন স্যার বলতেন, তুই-ই ম্যাচ জিতাবি : শান্ত

আস্থা রাখলে যে প্রতিদান দেওয়াও সহজ হয়, বঙ্গবন্ধু বিপিএলে নাজমুল হোসেন শান্ত তা-ই প্রমাণ করেছিলেন। খুলনা টাইগার্সের টপ অর্ডার ব্যাটসম্যান নিয়মিত সুযোগ পেয়ে শেষদিকে জ্বলে উঠেন। শতকসহ ফর্মে ফিরে জানান দেন, তার উপর আস্থা রেখে ভুল করেনি দল।

সুজন স্যার বলতেন, তুই-ই ম্যাচ জিতাবি শান্ত2

শুধু খুলনা টাইগার্সই নয়, ঘরোয়া ক্রিকেটের বাকি দলগুলোও শান্তর উপর আস্থা-বিশ্বাস রেখেছে সবসময়। আর তাই দলগুলোর কাছেও কৃতজ্ঞ জাতীয় দলের এই ক্রিকেটার।

Also Read - ‌করোনা রোগীদের সেবায় সাকিবের অ্যাম্বুলেন্স


বিডিক্রিকটাইম এর বিশেষ লাভ আড্ডায় অতিথি হিসেবে উপস্থিত হয়ে শান্ত বলেন, ‘আমি খুবই ভাগ্যবান। ঘরোয়া ক্রিকেট থেকে সব জায়গায় কোচিং স্টাফ, টিম ম্যানেজমেন্ট আমার উপর বিশ্বাস রেখেছেন বা এখনো রাখেন। খুলনার কোচ ছিলেন ফস্টার। দলের সাথে সুজন স্যারও ছিলেন। সবসময় তারা আমাকে সমর্থন করে গেছেন। বিশ্বাস রেখেছেন আমার উপর।’

সর্বশেষ বিপিএলে খুলনা টাইগার্সের সাথে কাজ করেছেন খালেদ মাহমুদ সুজন। বিসিবির এই পরিচালক ছিলেন দলটির টিম ডিরেক্টর। শান্তকে সবসময় অভয় দিয়ে গেছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। তার প্রেরণাতেই শেষদিকে ফর্ম ফিরে পেয়েছিলেন বলে দাবি শান্তর।


তিনি বলেন, ‘আমাকে বোঝাতেন- আমি ম্যাচ জেতাতে পারি বা আমি দলের গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। শুরুর দিকে বেশ কয়েকটা ইনিংস খারাপ খেলার পরও ডাগআউটে যখন বসে থাকতাম, বিশেষ করে সুজন স্যারের সাথে, তখন সবসময় সাহস যোগাতেন। বলতেন- তুই এই দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়, তুই ম্যাচ জিতাবি তাই নেতিবাচক চিন্তার প্রয়োজন নেই। এই মোটিভেশন থেকেই শেষের ২-৩টা ইনিংস খুব ভালো হয়েছে।’

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

Related Articles

কোয়ারেন্টিনের ভালো দিকও দেখছেন সুজন

আক্রমণাত্মক ও ইতিবাচক ক্রিকেট খেলতে চায় বাংলাদেশ

ক্রিকেটারদের চেষ্টা ও নিবেদনের কমতি দেখছেন না সুজন

তিশার সাথে মিউজিক ভিডিওর গল্প শোনালেন সুজন

শেষ কামড় দেওয়ার মত লড়াই চান সুজন