Scores

সুপার লিগে বাংলাদেশের শুভসূচনা, এক লাফে ‘চতুর্থ’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগ মিশনে বাংলাদেশের যাত্রা শুরু হলো। সিরিজের প্রথম ম্যাচেই জয় পেয়ে এক লাফে পয়েন্ট টেবিলের চতুর্থস্থানে বসেছে বাংলাদেশ।

সুপার লিগে বাংলাদেশের শুভসূচনা, এক লাফে 'চতুর্থ'

বুধবার (২০ জানুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত খেলেছে বাংলাদেশ দল। সাকিব আল হাসানের ৪ উইকেট, হাসান মাহমুদের ৩ উইকেট, মুস্তাফিজুর রহমানের ২ উইকেট ও মেহেদী হাসান মিরাজের ১ উইকেট শিকারে ওয়েস্ট ইন্ডিজ মাত্র ১২২ রানে অলআউট হয়।

Also Read - ম্যাচসেরা হওয়ার পরও সাকিবের কণ্ঠে আক্ষেপ


স্বল্প রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে বাংলাদেশকে বেশ অস্বস্তিতে পড়তে দেখা যায়। ধীরগতিতে শুরু করেছিলেন তামিম ইকবাল ও লিটন। ওয়েস্ট ইন্ডিজের অভিষিক্ত স্পিনার অকিল হোসিনের স্পিন ঘূর্ণিতে বেশ ভুগেছিল টাইগাররা। তবে জয় পেতে কোনো বেগ পেতে হয়নি টাইগারদের। ৬ উইকেটের জয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ।

এই জয়ের ফলে ওয়ানডে সুপার লিগে ১০ পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। নেট রান রেটে যোগ হয়েছে ১.২৫৫। সমান ১০ পয়েন্ট করে আছে জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডেরও তবে নেট রান রেটে এগিয়ে থাকায় বাংলাদেশ চতুর্থ স্থান দখল করে নিয়েছে। ভারত আছে সপ্তম স্থানে। ৩ ম্যাচে তাদের সংগ্রহ ৯ পয়েন্ট।

প্রথম তিনস্থানে আছে যথাক্রমে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও পাকিস্তান। তাদের পয়েন্ট যথাক্রমে ৪০, ৩০ ও ২০। এখনো এই লিগে মিশন শুরু হয়নি আফগানিস্তান, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার।

একনজরে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট টেবিল :

র‍্যাঙ্কিংদলম্যাচপয়েন্টনেট রান রেট
অস্ট্রেলিয়া৪০+০.৩৪৭
ইংল্যান্ড৩০+০.৭৯০
পাকিস্তান২০+০.৭৪১
বাংলাদেশ১০+১.২৫৫
জিম্বাবুয়ে১০-০.৭৪১
আয়ারল্যান্ড১০-১.৭৪৯
ভারত-০.৬৯৩
ওয়েস্ট ইন্ডিজ-১.২৫৫

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

Related Articles

ইংল্যান্ডকে টপকে সুপার লিগে শীর্ষ দুইয়ে বাংলাদেশ

ভারতকে ২০২৩ বিশ্বকাপ জেতাতে চান শ্রীশান্ত

২০২২ পর্যন্ত স্থগিত হলো ইংল্যান্ডের একটি সিরিজ

সুপার লিগে শীর্ষস্থান ধরে রাখল ইংল্যান্ড

অবসরের দিনক্ষণ নির্ধারণ করে রেখেছেন ফিঞ্চ