সুপার লিগে সাইফউদ্দিনের অগ্নিঝরা বোলিং
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ বা ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) গত ১১ রাউন্ড ভালোই কেটেছে, তবে মোহাম্মদ সাইফউদ্দিন যে সুপার লিগে আরও বিধ্বংসী রূপে। সুপার লিগে নিজেদের প্রথম ম্যাচে প্রাইম দোলেশ্বরের বিপক্ষে বল হাতে তাণ্ডব চালাচ্ছেন এই পেস বোলিং অলরাউন্ডার। এই প্রতিবেদন লেখার সময় তিনি শিকার করেছেন ৫ উইকেট।
মিরপুরে আবাহনীর ছুঁড়ে দেওয়া ২৫২ রানের লক্ষ্যে খেলতে নেমে প্রথম ওভারের তৃতীয় বলেই ইমরান উজ জামানকে হারায় দোলেশ্বর। চাপ সামলে ওঠার চেষ্টা করলেও সাইফউদ্দিনের করা দ্বিতীয় ওভারে সৈকত আলীকে হারায় ফরহাদ রেজার দল।
Also Read - নববর্ষ উদযাপনে প্রাণ হারালেন ক্রিকেটার
দ্রুত ২ উইকেট হারিয়ে চাপে পড়া প্রাইম দোলেশ্বর আবারও খেই হারায় সাইফউদ্দিনের বোলিংয়ে। ম্যাচের সপ্তম ওভারে ফরহাদ হোসেন, নবম ওভারে মার্শাল আইয়ুব ও একাদশ ওভারে সাইফ হাসানকে সাজঘরে ফেরান সাইফউদ্দিন।
এই প্রতিবেদন লেখার সময় ১২ ওভার ব্যাট করে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের সংগ্রহ ৩৮ রান, ৫ উইকেট হারিয়ে; যার পাঁচটি উইকেটই শিকার করেছেন সাইফউদ্দিন!
এখন পর্যন্ত ৬ ওভার বল করে দুটি ওভারে কোনো রান অর্থাৎ মেডেন করেছেন তিনি। বাকি ৪ ওভারে বিলি করেছেন মাত্র ৯ রান। সাইফউদ্দিনের বোলিং ফিগারে চারটি ক্যাটাগরিতে (ওভার-মেডেন-রান-উইকেট) নেই কোনো দুই অঙ্কের উপস্থিতি। অর্থাৎ এই প্রতিবেদন লেখার সময় সাইফউদ্দিনের বোলিং ফিগার এমন- ৬-২-৯-৫!
এর আগে ‘হোম অব ক্রিকেট’ খ্যাত শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে আবাহনী। টপ অর্ডার হুমড়ি খেয়ে পড়ার পর দলের হাল ধরে মিডল অর্ডার। ওয়াসিফ জাফরের ৭১, নাজমুল হোসেন শান্তর ৭০, মোহাম্মদ মিঠুনের ৪১ ও মাশরাফি বিন মুর্তজার ২৪ রানের ইনিংস দলকে এনে দেয় ২৫১ রানের লড়াকু পূঁজি। যদিও এদিন ১ ওভার হাতে রেখে সবকটি উইকেট হারিয়ে বসে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা। সাইফের বোলিং তোপে দারুণ এক জয় দিয়ে সুপার লিগ শুরুর আভাস পাচ্ছে আবাহনী।