Scores

সুযোগের অপেক্ষায় মুখিয়ে আছেন সানজামুল

সানজামুল ইসলাম- ঘরোয়া ক্রিকেট মাতানো বাঁহাতি স্পিনার। জাতীয় দলের জার্সি গায়ে খেলেছেন একটি মাত্র ম্যাচ। সে ম্যাচে খারাপ না করলেও এরপর দীর্ঘ সময় ডাক আসেনি। এবার অবশ্য প্রাথমিক দলে ডাক পেয়েছেন এক বুক আশা আর স্বপ্ন নিয়ে।

মাঝারী মানের দলেই সানজামুলের আস্থা

সর্বশেষ বিপিএলে চিটাগং ভাইকিংসের হয়ে খেলা এই ক্রিকেটার এবার মুখিয়ে আছেন শ্রীলঙ্কা সিরিজের মূল দলে সুযোগ পেয়ে ভালো করার জন্য। মঙ্গলবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই জানান ২৭ বছর বয়সী ক্রিকেটার।

Also Read - ভালো খেলার জন্য সব করতে প্রস্তুত সৌম্য


সানজামুল বলেন, ৩২ জনের এই ক্যাম্পে ফিটনেস পরীক্ষা আছে। এখানে উতরাতে পারলে চূড়ান্ত দলে ঢোকার একটা চ্যালেঞ্জ আছে।

দলে ঢুকার প্রস্তুতি সম্পর্কে জানিয়ে তিনি বলেন, ‘এমনভাবে প্রস্তুতি নিবো যেন দলে ঢুকতে পারি।

খেলার সুযোগ পেলে কেমন পারফরমেন্স করতে চান, সেই ছক সানজামুল আঁকছেন ভালোভাবেই। সাংবাদিকদের তিনি বলেন, পরিকল্পনা তো অবশ্যই আছে, লক্ষ্যও থাকে, আমারও আছে। যদি খেলার সুযোগ পাই তাহলে সেরা বোলার হতে চাই। যেমন, আমি নিয়ন্ত্রিত বোলিং করতে চাই আর উইকেট যে কয়টা পাই।

সুযোগ পেলে সেরা উইকেট শিকারি হওয়ার লক্ষ্য যে থাকবে, জানিয়ে দিলেন সেটিও, সেরা উইকেট শিকারি হতে পারলে অবশ্যই আমার জন্য অনেক বড় অর্জন হবে। আমার লক্ষ্য এমনই ভালো কিছু করা।

উপমহাদেশের দেশগুলোর মূল শক্তি স্পিন, আর সানজামুলও একজন স্পিনার। শ্রীলঙ্কা এবং বাংলাদেশের স্পিন শক্তির ধার নিয়ে নতুন করে কিছু বলার নেই। তবে দুই দলের মধ্যে সানজামুল ইসলাম এগিয়ে রাখছেন বাংলাদেশের স্পিনারদেরই।

তিনি বলেন, আমার মনে হয়, ওদের থেকে আমাদের স্পিন আক্রমণ বেশি ভালো।

শুধু স্পিন আক্রমণের দিক থেকেই নয়, তার মতে বাংলাদেশ শ্রীলঙ্কার চেয়েও ভালো একটি দল হিসেবেও। তার ভাষ্য, এমনকি দল হিসেবেও আমরা বেশি ভালো। তিন দলের মধ্যে আমাদের দলটাই ফেভারিট।

আরও পড়ুনঃ গার্ডিয়ানের বর্ষসেরা টেস্ট একাদশে সাকিব-মুশফিক

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

তামিম উইকেটে থাকলে টেনশনে থাকবেন হাথুরুসিংহে!

নাঈম হাসানকে ভালোই চেনেন হাথুরুসিংহে!

শ্রীলঙ্কা সিরিজেও টাইটেল স্পন্সর ‘রকেট’

নেটে ভালো করতে হবে রাজ্জাককে, তবেই থাকবেন একাদশে

চট্টগ্রামেই অভিষিক্ত হতে চান নাঈম