Scores

সুযোগ পেলে বোলিংয়েও ভালো করব: মিরাজ

বঙ্গবন্ধু বিপিএলে ৭ ম্যাচ খেলে মেহেদী হাসান মিরাজ বল করেছেন মোটে ১২ ওভার, পাননি কোনো উইকেট। ৪ ওভারের কোটা পূর্ণ করেছেন মাত্র ২টি ম্যাচে। উদ্বোধনী ম্যাচ আর সর্বশেষ ম্যাচে বোলিংয়েই আসেননি।

সুযোগ পেলে বোলিংয়েও ভালো করব মিরাজ

কদিন আগেও তার গায়ে ছিল ‘বোলার’ তকমা। অন্তত বাংলাদেশ দলে তাকে বোলিং অলরাউন্ডার হিসেবেই বিবেচনা করা হয়। ব্যাট হাতে মাঝেমাঝে দলকে সামলানোর সুযোগ পেলেও সাম্প্রতিক সময়ে সফলতা পাচ্ছিলেন না। ফিসফাসে রটে গেল- বয়সভিত্তিকে দুর্দান্ত ব্যাটিং করা মিরাজ কি তবে ব্যাটিং ভুলে গেলেন?

Also Read - জয়ের পরও যে কারণে রানের জন্য দৌড়াচ্ছিলেন মুশফিক-মিরাজ


মিরাজ যে ব্যাটিং ভুলেননি সেই প্রমাণ রাখলেন শনিবার (২৮ ডিসেম্বর)। সিলেট থান্ডারকে উড়িয়ে দেওয়ার ম্যাচে খেলেছেন ৮৭ রানের দুর্দান্ত এক ইনিংস। দলকে জিতিয়েই ছেড়েছেন মাঠ। ম্যাচ শেষে কথা উঠল বোলিং নিয়েও। অথচ মিরাজ এদিন বোলিংই করেননি!

মিরাজ জানান- সুযোগ পেলে বল হাতেও খুলনার সাফল্যে অবদান রাখতে চান। একইসাথে ব্যাখ্যা করেছেন বোলিংয়ে হুট করে কেন উপস্থিতি কমে গেল- সেই কারণও।


খুলনার হয়ে এই ম্যাচে বল করেছেন ঠিক ৫ জন। তারা ভালো করাতেই বল হাতে নিতে হয়নি মিরাজকে। এমনই দাবি তার, ‘আসলে আজকে বোলিং করার সুযোগ হয়নি। ওদের কিন্তু ডানহাতি ব্যাটসম্যান বেশি ছিল। উইকেটও পক্ষে ছিল না। তবুও আমাদের বোলাররা সবাই ভালো করেছে। ভালো জায়গায় বল করেছে। একটা বোলার খারাপ করলে তার জায়গায় বল করার সুযোগ আসেনি। আগের ম্যাচে কিন্তু বোলিং করেছি।’

মিরাজ জানান, সুযোগ পেলে বল হাতে ভালো করারও বিশ্বাস আছে তার, ‘আমি বিশ্বাস করি- সামনের দিনগুলোতে সুযোগ পেলে অবশ্যই বোলিংয়েও ভালো করব।’

বিপিএলের মত তারকাবহুল টুর্নামেন্টে ৬২ বলে ৮৭ রানের বিধ্বংসী ইনিংস মিরাজ সাজিয়েছিলেন ৯টি চার ও ৩টি ছক্কায়। জানালেন, এমন ইনিংসের পর বেড়েছে ব্যাটিং নিয়ে নিজের আত্মবিশ্বাস। ফিরে এসেছে পুরনো আস্থা।

মিরাজ বলেন, ‘বিপিএলের মত টুর্নামেন্টে ৮০ রান করেছি, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। আত্মবিশ্বাসের মাত্রাটাও বেড়ে গেল, আগে অনেক সময় যেটা ছিল না। অনেক সময় এমন হয়- ব্যাটিং না করতে করতে নিজের আত্মবিশ্বাস কমে যায়। আজকে নিজের আত্মবিশ্বাস এই জায়গায় এসেছে যে ধারাবাহিকতা ধরে রাখতে পারলে আমি ভালো ব্যাটিং করতে পারব।’

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন
Tweet 20
fb-share-icon20

Related Articles

সর্বোচ্চ উইকেট শিকারে খুলনা টাইগার্সের দাপট

মুশফিক হাসলেন, মুশফিক চটলেন!

মুশফিকের কাছে আইপিএলের পর বিপিএলই সেরা লিগ

সমর্থকদের প্রতি মুশফিকের দুঃখপ্রকাশ

খুলনাকে হারিয়ে বিপিএলের নতুন চ্যাম্পিয়ন রাজশাহী