Scores

সুশান্তের ব্যাটিং দেখে ভক্ত হয়ে যান শচীন-ধোনিও

অভিনয়ের খাতিরে পেশাদার অভিনেতাদের কতকিছুই না করতে হয়। কিন্তু সুশান্ত সিং রাজপুত যেন পেশাদার ক্রিকেটারই হয়ে উঠেছিলেন। এম এস ধোনি : দ্য আনটল্ড স্টোরি সিনেমার জন্য নিজেকে প্রস্তুত করতে গিয়ে পুরোদস্তুর ব্যাটসম্যান হয়ে উঠেছিলেন সুশান্ত।

সুশান্তের ব্যাটিং দেখে ভক্ত বনেছিলেন শচীন-ধোনিও

আর সুশান্তের সেই ব্যাটিং দেখে ভক্ত বনে গিয়েছিলেন ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার; একইসাথে যার চরিত্রে ঐ সিনেমায় অভিনয় করেছিলেন সুশান্ত, সেই মহেন্দ্র সিং ধোনিও।

Also Read - করোনায় আক্রান্ত মাশরাফির শাশুড়ি


গত ১৪ জুন মুম্বাইয়ে নিজের ফ্ল্যাটে আ’ত্মহত্যা করেন সুশান্ত। মাত্র ৩৪ বছর বয়সে পৃথিবীকে বিদায় জানানো সুশান্তের স্মৃতি ঘুরে বেড়াচ্ছে গণমাধ্যমে। ধোনির বায়োপিক নির্মাণের জন্য দীর্ঘ প্রায় আট মাস ব্যাটিং ও কিপিং অনুশীলন করেন সুশান্ত। কিপিং করতে একটু অসুবিধা হলেও ব্যাটিং রপ্ত করেছিলেন খুব সহজেই।

সুশান্তকে সিনেমার জন্য ক্রিকেট শেখানোর দায়িত্ব ছিল সাবেক উইকেটরক্ষক ব্যাটসম্যান কিরণ মোরের। সেই কিরণের দাবি ছিল, অনুশীলনে সুশান্তের ব্যাটিং দেখে মুগ্ধ হয়েছিলেন শচীন।


কিরণ বলেন, ‘আমার মনে আছে, শচীন সুশান্তের ব্যাটিং দেখে অবাক হয়ে গিয়েছিল। বান্দ্রার বিকেসি মাঠে সুশান্ত ধোনির হেলিকপ্টার শট অনুশীলন করছিল। শচীন গ্যালারিতে বসে কিছুক্ষণ ব্যাটিং দেখে। আমার সঙ্গে পরে দেখা হলে বলে, এই ছেলে কে? খুব ভালো ব্যাটিং করছিল! ও চাইলে পেশাদার ক্রিকেট খেলতে পারবে।’

এম এস ধোনি : দ্য আনটল্ড স্টোরি সিনেমার পরিচালক ছিলেন অরুণ পাণ্ডে, যিনি ধোনির ম্যানেজারও। সেই অরুণ জানিয়েছিলেন, সুশান্তের ব্যাটিং দেখে ভক্ত বনে গিয়েছিলেন খোদ ধোনিই!

অরুণের ভাষ্য, ‘সেদিনের কথা আমার এখনো মনে আছে, যখন ধোনি মুঠোফোনে সুশান্তের হেলিকপ্টার শটের অনুশীলন দেখছিল। দেখে বলল, তুমি তো একদম ফটোকপি করে ফেলেছ! চাইলে তুমি রঞ্জি ট্রফিতেও খেলতে পারবে।’

ধোনির মুখে এমন প্রশংসা শুনে সুশান্ত নাকি বাচ্চাদের মত উচ্ছ্বসিত হয়ে উঠেছিলেন।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

Related Articles

আইপিএলের সাফল্য চ্যালেঞ্জে সৌরভের বাজি

সূর্যকুমারকে নিয়ে হইচই, শাস্ত্রী বললেন- ‘ধৈর্য ধরো’

দলে না থাকায় ‘ভারতীয় ক্রিকেটার’ পরিচয় মুছে দিয়েছেন রোহিত!

ওয়ার্নারদের ‘বেআইনিভাবে’ সাহায্য করে তোপের মুখে আম্পায়ার

ভারত-অস্ট্রেলিয়া পূর্ণাঙ্গ সিরিজের সূচি চূড়ান্ত