Scores

সুস্থ একাদশের খোঁজে নিউজিল্যান্ড

দুর্দান্ত এক বিশ্বকাপ মিশন শেষ করে নিজেদের টেস্ট চ্যাম্পিয়নশিপের যাত্রা শুরু করতে শ্রীলঙ্কায় পা দিয়ে দুই ম্যাচের সিরিজটা ১-১ সমতায় শেষ করেছে নিউজিল্যান্ড। সাদা পোশাকের পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শুরুর দুইটা জিতে এরই মধ্যে সিরিজ জয় নিশ্চিত করে ফেলেছে কিউইরা। তবে বিপত্তি বেঁধেছে তৃতীয় ম্যাচে মাঠে নামার আগে। ৬ সেপ্টেম্বর শেষ ম্যাচ খেলতে নামার জন্য ১১ জন সুস্থ ক্রিকেটারই যে পাচ্ছে না সফরকারী!

ম্যাককালাম জানালেন— ফাইনাল জিতবে নিউজিল্যান্ড!
টেস্টের পর নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন সহ দলের বেশকিছু নিয়মিত ক্রিকেটারকে বিশ্রামে রেখে শ্রীলঙ্কার বিপক্ষে কুঁড়ি ওভারি ক্রিকেটের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছিলো নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। যেখানে সিরিজ শুরুর আগেই আঙুলের চোটে ছিটকে গেছেন পেসার লোকি ফার্গুসন৷

তবে নিউজিল্যান্ড টিম ম্যানেজমেন্ট ফার্গুসনের কোনো পরিবর্ত চেয়ে পাঠায়নি বোর্ড কাছে। পরে চোটের জন্য দ্বিতীয় ম্যাচে মাঠে নামতে পারেননি অভিজ্ঞ ব্যাটসম্যান রস টেইলর। সেই ম্যাচে একাদশে থাকলেও ইনজুরিতে পড়ে আর ব্যাট করা হয়নি ওপেনার মার্টিন গাপটিলের। পরেতো সিরিজ থেকেই ছিটকে যান তিনি, এতে ১৪ সদস্যের দল নেমে আসে ১২ জনে।

দ্বিতীয় ম্যাচে ব্যাট করার সময় হাঁটুতে ব্যথা অনুভব করায় ডাক্তারি সাহায্য নিতে হয়েছিলো টম ব্রুসকে৷ অর্থাৎ গাপটিলের ছিটকে যাওয়া আর টেইলর ও ব্রুসকে যদি শেষ ম্যাচে পাওয়া না যায়, তবে স্কোয়াডে নিউজিল্যান্ডের ক্রিকেটার অবশিষ্ট থাকে ১০ জন! এমতাবস্থায় কাউন্টির আসর থেকে তড়িঘড়ি করে ডেকে পাঠানো হয়েছে হামিশ রাদারফোর্ডকে৷

কিউই টিম ম্যানেজমেন্ট থেকে অবশ্য জানানো হয়েছে সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে না পারা রস টেইলেরের চোটের অগ্রগতি হচ্ছে বেশ, তাতে তৃতীয় ও শেষ ম্যাচে মাঠে নামতেও দেখা যেতে পারে ডানহাতি এই ব্যাটসম্যানকে। যদি শেষ পর্যন্ত তেমনটা না হয়, তাহলে রাদাফোর্ডসহ কোন রকমে ১১ জন ক্রিকেটারকে খেলাতে পারবে ব্লাকক্যাপসরা৷ তবে ১১ জনই যে সম্পূর্ণ ফিট অবস্থায় মাঠে নামবেন, এমন কোন নিশ্চয়তা দিতে পারছে না কিউই টিম ম্যানেজমেন্ট৷

Also Read - স্টাম্পের উপর ‘বেল ছাড়াই’ চললো অ্যাশেজের খেলা


নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

আমার ক্যারিয়ারের বড় অনুপ্রেরণা আপনি : রিয়াদ

ধোনির অবসরে মুশফিক-ইমরুলদের প্রতিক্রিয়া

ধোনির অবসরের ঘোষণায় টুইটারে ঝড়

ধোনির পর অবসরের ঘোষণা রায়নার

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা ধোনির