Scores

সুস্থ হয়ে বাড়ি ফিরলেন সৌরভ গাঙ্গুলি

বুকে ব্যথা নিয়ে কলকাতার একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন ভারতের সাবেক অধিনায়ক এবং বর্তমান বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। তবে ভালো খবর পুরোপুরি সুস্থ হয়ে হাসপাতালে ছেড়েছেন তিনি।

হাসপাতাল থেকে বাড়ি ফিরছেন সৌরভ। ছবিঃ এএফপি

গত বুধবার হঠাৎই বুকে ব্যথা উঠে বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গাঙ্গুলির। বুকে ব্যথা উঠার তাৎক্ষণিকের মধ্যে কলকাতার একটি হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। সেখানেই এতদিন ভর্তি ছিলেন গাঙ্গুলি। অবশেষে রোববার পুরোপুরি সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে বাড়ি ফিরেছেন ‘প্রিন্স অব কলকাতা’ খ্যাত গাঙ্গুলি।

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পরের দিনই হৃদযন্ত্রে দুটি স্টেন্ট লাগানো হয় গাঙ্গুলির। কলকাতার ওই হাসপাতালের ডাক্তার এএফপি জানিয়েছেন বর্তমানে পুরোপুরি সুস্থ সৌরভ। তবে কিছুদিন থাকতে হবে বিশ্রামে। তারপরই পুরোদমে আবারো কাজে যোগ দিতে পারবেন সৌরভ গাঙ্গুলি, এমনটাই জানিয়েছেন ডাক্তার।

Also Read - বিশ্রামের দিনেও অনুশীলনে হাজির সাকিব, ছিলেন তাসকিনও


সৌরভকে অভিনন্দন জানাতে হাসপাতালের সামনেই শত যুবক প্লে-কার্ড নিয়ে দাঁড়িয়ে ছিলেন। প্লে-কার্ডে লিখে এনে ছিলেন, ‘স্বাগতিক দাদা, আমরা তোমার সঙ্গে আছি।’ এমনটাই জানানো হয়েছে এএফপির প্রতিবেদনে। শুধু তাই নয় সৌরভ গাঙ্গুলির গাড়ির উপর লাল গোলাপও ছুঁড়ে স্বাগতম জানিয়েছেন তারা।

হাসপাতালের সামনেই ভিড় জমান সৌরভের ফ্যানরা। ছবিঃ এএফপি

এই নিয়ে গত এক মাসে বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন গাঙ্গুলি। গত ২ জানুয়ারি ট্রেডমিলে দৌড়ানোর সময় হঠাৎই বুকে ব্যথা উঠেছিল গাঙ্গুলির। পরবর্তীতে সঙ্গে সঙ্গেই তাকে ভর্তি করানো হয় হাসপাতালে। সেবার হৃদযন্ত্রে দুটি ব্লক ধরা পড়ে। প্রথমবারে একটি স্টেন্ট পরানো হয় এবং এবার পরানো হয় আরও দুটি।

Related Articles

‘ইংল্যান্ডে আইপিএল আয়োজন করলে সেটা অবৈধ হবে’

সেপ্টেম্বরে আইপিএল আয়োজন করতে চায় শ্রীলঙ্কা

বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে এখনও আশাবাদী ভারত

এক বছর টাকা না কামালে কী এমন ক্ষতি হবে? প্রশ্ন শোয়েবের

পরিচ্ছন্নতাকর্মী সেজে আইপিএলে প্রবেশ জুয়াড়ির!