সুস্মৃতির ক্রিকেট গ্রাউন্ডে আবারও মধুর স্মৃতি গড়ার লক্ষ্যে নামবে বাংলাদেশ
২০০৪ সালের পর ওয়েস্ট ইন্ডিজে নিজেদের প্রিয় ভেন্যুতে আবারও বড় স্বপ্ন নিয়ে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

প্রকাশিত হয়েছে - 2022-06-22T13:32:39+06:00
আপডেট হয়েছে - 2022-06-22T14:30:25+06:00
খেলার সারসংক্ষেপ
সময়টা ২০০৪ সাল। তৎকালীন বাংলাদেশ দলে ছিলেন মোহাম্মদ রফিক, মোহাম্মদ আশরাফুল ও হবিবুল বাশাররা। সেই বছর দুটি টেস্ট খেলতে উইন্ডিজ সফরে যায় বাংলাদেশ ক্রিকেট টিম। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টে ২৭ জুন সেন্ট লুসিয়ার বিউসজোর ক্রিকেট গ্রাউন্ডে (বর্তমানে যার নামকরণ করা হয়েছে ড্যারেন স্যামি ক্রিকেট স্টেডিয়াম) খেলতে মাঠে নামে বাংলাদেশ।
বাংলাদেশের সামনে এখন সিরিজ বাঁচানোর লড়াই।
টস জিতে ব্যাটিং করতে নামার সিদ্ধান্ত নেন টাইগাররা। জবাবে প্রথম ইনিংসে ৪১৬ রানে অল-আউট হয়ে এক বিশাল রানের পাহাড় গড়ে আশরাফুলরা। সেই ইনিংসে মোহাম্মদ রফিক করেন ১১১ রান, আশরাফুল করেন ৮৬ রান এবং হবিবুল বাশার করেন ১১৩ রান। জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ক্রিস গেইলের ১৪১ রান, ব্রায়ান লারার ৫৩ রানের পর মুশফিকুর রহমানের ৪ উইকেট, রফিকের ৩ উইকেটের বোলিং তোপে ৩৫২ রানে গুটিয়ে যায় উইন্ডিজের প্রথম ইনিংস।
৬৪ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ। খালেদ মাসুদ পাইলটের ১০৩, রাজিন সালেহর ৫১ রানে ২৭১ রানে ইনিংস ডিক্লেয়ার করে টাইগাররা। জবাবে ৩৩৫ রানের টার্গেটে ব্যাট করতে নামে উইন্ডিজ। তবে মাত্র ২৩ ওভার খেলার সুযোগ পায় উইন্ডিজ। সেই ২৩ ওভারে বিনা উইকেটে ১১৩ রান করে পরাজয় ঠেকিয়ে ম্যাচ ড্র করতে সক্ষম হয় উইন্ডিজ। দ্বিতীয় ইনিংসে ফেইল করেন ৬৬ রান এবং ডেভন স্মিথ করেন ৪০ রান। অতঃপর ম্যাচটি ড্র ঘোষনা করা হয়।
একই গ্রাউন্ডে উইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলতে আগামী শুক্রবার আবারো মাঠে
নামবে বাংলাদেশ। তবে এবার আশরাফুল, হবিবুল বাশার, পাইলট, জাবেদ ওমরদের সেই
বাংলাদেশ দল নয়। এবার সাকিব, তামিম, মুশফিক, মুস্তাফিজদের বাংলাদেশ ক্রিকেট
দল খেলতে নামবে সেই সুমধুর স্মৃতির ক্রিকেট গ্রাউন্ডে যেই গ্রাউন্ডে
বাংলাদেশ গড়েছিল পাহাড় সমান রান। একই গ্রাউন্ডে আবারো একই লক্ষ্যে আজ মাঠে
নামবে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজ হারের লজ্জা ঠেকাতে এই ম্যাচ জয়ের কোন
বিকল্প নেই। এই ম্যাচ জয়ের মাধ্যমেই ১-১ এ সমতা ফিরবে সিরিজে। অন্যথায়
ড্র কিংবা পরাজিত হলে ১-০ তে সিরিজ হারবে টাইগারবাহিনী যা এই একই গ্রাউন্ডে
গড়বে ব্যর্থতার রেকর্ড।
লিখেছেন- ইফতেশাম ইফতি
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।