Scores

সূর্যকুমার হলো ভারতীয় ডি ভিলিয়ার্স : হরভজন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ত্রয়োদশ আসরে পঞ্চমবারের মতো চ্যাম্পিয়ন হওয়া মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটিং ভরসার একজন সূর্যকুমার যাদব। এই ডানহাতি ব্যাটসম্যান টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত খেলে উঠে এসেছেন আলোচনার টেবিলে। হরভজন সিং তো তাকে তুলনা করেছেন এবি ডি ভিলিয়ার্সের সাথে।

হরভজনের ৪০ মিলিয়ন রুপি ক্ষতি

২০১২ সালে প্রথমবারের মতো আইপিএলে সুযোগ পেয়েছিলেন সূর্য। ২০১৪ সাল থেকে নিয়মিত আইপিএল খেলছেন। গত তিন আসরে তার ব্যাট চলেছে দুর্দান্ত। আইপিএলে তার মোট ২০২৪ রানের ১৪১৬ রানই এসেছে গত তিন আসরে৷ ২০১৮, ২০১৯ ও ২০২০ সালের আইপিএলে তিনি করেছেন যথাক্রমে ৫১২, ৪২৪ ও ৪৮০ রান। স্ট্রাইক রেট ছিল যথাক্রমে ১৩০.৮৬, ১৪৫.০১ ও ১৩৪.৫৭।

Also Read - খুলনার ‘ঘরের ছেলে’ দুজনেই আবার ঘরে ফিরেছে


এখনো জাতীয় দলে জায়গা পাননি সূর্য, তার আগেই এই ডানহাতি ব্যাটসম্যানকে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ব্যাটসম্যান ডি ভিলিয়ার্সের সাথে তুলনা করলেন ভারতীয় ক্রিকেটার হরভজন সিং। তার মতে সূর্যের যা সামর্থ্য তাতে তাকে বলা যায় ভারতীয় ডি ভিলিয়ার্স।

হরভজনের ভাষায়, ‘সূর্য প্রথম বল থেকেই মেরে খেলার চেষ্টা করে। তাকে থামানো মোটেও সহজ নয়। কারণ সে সকল প্রকারের শট খেলতে পারে। সে কাভারে ভালো শট নিতে পারে, সুইপ দারুণ খেলে। আবার স্পিন যেমন খুব ভালো খেলে, পেস বলও দুর্দান্ত খেলতে পারে। আসলে সে ভারতীয় এবি ডি ভিলিয়ার্স। সূর্য একজন অসাধারণ খেলোয়াড়। সে ব্যাটিং দিয়ে সবার নজর কেড়েছে।’

গত কয়েকবছর ধরে ধারাবাহিক খেলেও ভারতীয় দলে সূর্যের জায়গা না পাওয়া নিয়ে এবার আইপিএলে দেশি-বিদেশি ক্রিকেটার ও কোচরা মন্তব্য করেছেন। বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি বলেছেন সময় হলেই সুযোগ পাবেন সূর্য। হরভজন মনে করছেন সূর্যের কাঙ্ক্ষিত সেই সময় আসতে আর বেশি দেরি নেই।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

Related Articles

আইপিএলে নিজের ‘আইডল’-এর দলে খেলতে চান ম্যাক্সওয়েল

ধোনির সাথে অবসর ও আইপিএল থেকে ফেরার কারণ জানালেন রায়না

ভারতে করোনার চেয়েও বেশি আগ্রহ আইপিএলে

‘ব্যাটিংয়ের সময় রাহুলের কাছে ক্ষমা চেয়েছি’- নিশামের টুইটে ম্যাক্সওয়েলের ঠাট্টা

শেবাগের নির্মম উপহাস নিয়ে কৌশলী অবস্থান ম্যাক্সওয়েলের