Scores

বাংলাদেশের ‘এক্স ফ্যাক্টর’ লুকিয়ে রাখছেন ওয়ালশ

বিশ্বকাপের অংশগ্রহণকারী দলগুলোর একেকজন ক্রিকেটারকে কেন্দ্রবিন্দু ধরে সাজানো হচ্ছে পরিকল্পনা। ক্রিকেট মিডিয়ার চোখে যা ‘এক্স ফ্যাক্টর’। বাংলাদেশের সেই ‘এক্স ফ্যাক্টর’ কে? এমন প্রশ্নে বোলিং কোচ কোর্টনি ওয়ালশের মুখে ‘কুলূপ’!

বাংলাদেশের ‘এক্স ফ্যাক্টর’ লুকিয়ে রাখছেন ওয়ালশ
ছবি: বিডিক্রিকটাইম

অবশ্য আক্ষরিক অর্থে চুপ করে থাকেননি ওয়ালশ, দিয়েছেন কৌশলী উত্তর। প্রতিপক্ষের কাছে নিজেদের পরিকল্পনা খোলাসা করতে চান না সাবেক এই বোলিং কিংবদন্তী।

ওয়ালশ বলেন, ‘ওটা তো আমাদের গোপন অস্ত্র। প্রতিপক্ষকে আমরা জানতে দিতে চাই না। জেনে গেলে ওকে টার্গেট করা শুরু করবে।’

Also Read - ওয়ার্নারের ব্যাপারে মিলল সুসংবাদ


নিজের শিষ্যদের প্রতি ওয়ালশের আছে অগাধ আস্থা। তিনি বলেন, ‘আমরা কিছু খেলোয়াড় পেয়েছি যারা একাই ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। এটি নির্ভর করছে নির্দিষ্ট দিন আর নির্দিষ্ট কন্ডিশনের ওপর।’

দলের সবাই আত্মবিশ্বাসী জানিয়ে ওয়ালশ ক্রিকেটারদের সতর্কতার সাথে ব্যবহারে মনোযোগ দিচ্ছেন। তার ভাষ্য, ‘আমরা সম্প্রতি অনেক ম্যাচ খেলেছি। দলের সবাই কমবেশি আত্মবিশ্বাসী। এটা বিশ্বকাপ, অনেক বড় মঞ্চ। এখানে সবাইকে সতর্কতার সঙ্গে ব্যবহার করতে হবে।’

বাংলাদেশের ‘এক্স ফ্যাক্টর’ লুকিয়ে রাখছেন ওয়ালশ
ওভালে অনুশীলনে বাংলাদেশ দল। ছবি: বিডিক্রিকটাইম

 

‘ছেলেরা সবাই মানসিকভাবে প্রস্তুত আছে। আমাদের জন্য ভালো দিক হচ্ছে, আমাদের সামনে অনেক অপশন আছে। সত্যি কথা বলতে বোলারদের নিয়ে আমি সন্তুষ্ট। তারা নিজেদের সেরাটা দিতে মুখিয়ে আছে।’– বলেন ওয়ালশ।

আগামী ২ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে লড়বে বাংলাদেশ। ঐ ম্যাচকে সামনে রেখে শুক্রবার (৩১ মে) ওভালে ৩ ঘণ্টা অনুশীলন করেছে বাংলাদেশ দল।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

‘আমি সর্বদা বলি, সমর্থকরা আমাদের দ্বাদশ খেলোয়াড়’

আইসিসিকে নিশামের খোঁচা

সুপার ওভারের নিয়মে পরিবর্তন আনল আইসিসি

বিশ্বকাপ-ফাইনালের বিতর্কিত নিয়ম ‘চলবে না’ বিগ ব্যাশে!

ড্রেসিংরুমের ভেতরের কথা বাইরে না যাওয়াই ভালো: মুশফিক