
মাত্র আটাশ বছর বয়সেই ভারত ও বিশ্বের একজন সফল ব্যাটসম্যান হয়ে গিয়েছেন বিরাট কোহলি। ইতোমধ্যেই অনেক রেকর্ড নিজের করে নেয়া বিরাট কোহলি এগিয়ে যাচ্ছেন আরও অনেকগুলো রেকর্ড নিজের করে নিতে।
Advertisment
এরই মধ্যে তার ব্যাট থেকে ৩০ টি শতক দেখেছে একদিনের আন্তর্জাতিক ক্রিকেট। তবে কখনই শতকের জন্য খেলেন না বরং দিনশেষে শতক তার কাছে ধরা দেয় এমনইটাই জানিয়েছেন তিনি।
তিনি বলেন, ‘আমি তিন অংকের রানের জন্য খেলি না। এজন্য আমি দিনশেষে এর থেকে বেশি করতে পারি কারণ আমি এটা নিয়ে ভাবি না। আমি মাইলফলক স্পর্শ করার চিন্তা করে চাপ নেই নি। আমি দলের জয়ে ভূমিমকা রাখতে চেষ্টা করি।’
তিনি যোগ করেন, ‘আমি যদি ৯৮ রানে অপরাজিত থাকি কিংবা ৯৯ রানেও অপরাজিত থাকি তবুও আমার কোনো আক্ষেপ নেই যদি আমার দল জিতে। এক্ষেত্রে শেষ পর্যন্ত থাকা হয় এবং যদি বড় সংগ্রহ করা যায় তবে শতকের দেখা পাওয়া যায়।’
- রাইয়ান কবির , প্রতিবেদক, বিডিক্রিকটাইম