██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

সেঞ্চুরির পথে মিঠুন, ১০ রানের আক্ষেপ বিজয়ের

সেঞ্চুরির পথে মিঠুন, ১০ রানের আক্ষেপ বিজয়ের
তাহসিনা জামান

তাহসিনা জামানক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত হয়েছে - 2024-12-01T19:51:56+06:00

আপডেট হয়েছে - 2024-12-01T19:51:56+06:00

চলমান এনসিএলে রংপুরের বিপক্ষে নার্ভাস নাইন্টিনে থেমেছেন খুলনার এনামুল হক বিজয়। তারই সতীর্থ মোহাম্মদ মিঠুন আছেন সেঞ্চুরির পথে। আরেক ম্যাচে চট্টগ্রাম বিভাগের বিপক্ষে চার উইকেট নিয়েছেন আবু হায়দার রনি। 

মোহাম্মদ মিঠুন

খুলনা বিভাগ বনাম রংপুর বিভাগ

২ উইকেটে ৭৯ রান নিয়ে দিন শুরু করে খুলনা বিভাগ। ৫০ রানে ক্রিজে ছিলেন বিজয় ও মিঠুন ছিলেন ৫ রানে। ১২৭ রানের জুটি গড়েন এই দুই টপ অর্ডার ব্যাটার। দুইজনই হাঁকান হাফ সেঞ্চুরি। সেঞ্চুরির পথে চলতে থাকা বিজয় নার্ভাস নাইন্টিনে প্রবেশ করেই থামেন। ১০ রানের আক্ষেপ নিয়ে মুকিদুল ইসলাম মুগ্ধর বলে কট বিহাইন্ড হন বিজয়।

বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।

৯০ রান করে আউট হন বিজয়। ১৪২ বলে এই ইনিংস খেলেন তিনি। তার ইনিংসটি সাজানো ছিল ৯টি চার ও ৪টি চারে। 



তারপর দ্রুতই বিদায় নেন নাহিদুল ইসলাম। ২৬ বলে ৮ রান করেন আরিফুল হকের বলে এলবিডব্লিউ হন তিনি। জাওয়াদ রোয়েনও বেশিক্ষণ টিকতে পারেননি। ১১ বলে ১ রান করে চৌধুরী রিজওয়ানের শিকার হন রোয়েন।

শেখ পারভেজ জীবন ২২ বলে ১৫ রান করে নবীন ইসলামের বলে আউট হন। মাসুম খান টুটুল রানের খাতা খোলার আগেই নবীনের শিকার হন। 

মেহেদী হাসান রানা ও মিঠুন দিন শেষ করেছেন সাত উইকেটে ২৪০ রান নিয়ে। সতীর্থদের যাওয়া-আসার মিছিল দেখতে দেখতে সেঞ্চুরির পথে এগোতে থাকেন মিঠুন। দিন শেষে তার সংগ্রহ অপরাজেয় ৮৯ রান।

রংপুরের পক্ষে মুগ্ধ, আরিফুল ও নবীন দুইটি করে উইকেট শিকার করেছেন। 


চট্টগ্রাম বনাম ঢাকা মেট্রো

৩ উইকেটে ১৬১ রান নিয়ে দিন শুরু করে ঢাকা মেট্রো। ৩৫ রান নিয়ে দিন শুরু করা আইচ মোল্লা অর্ধশতক হাঁকান। ৯৭ বলে ৫৭ রান করে থামেন আইচ। আইচের সঙ্গী রাকিবুল হাসান দিনের শুরুতেই আউট হয়ে যান। তবে অভিজ্ঞ ব্যাটার শামসুর রহমান শুভর ব্যাট থেকে ৫৯ বলে ৪২ রান পায় ঢাকা মেট্রো।

এছাড়া আর কেউ লড়াই করার মতো ইনিংস খেলতে পারেননি। ফলে ২৬৮ রানে অলআউট হয়ে যায় ঢাকা মেট্রো। তবে প্রথম ইনিংসেই ১০৮ রানের লিড পায় ঢাকা।

ঢাকা মেট্রোকে ২৬৮ রানে অলআউট করার পথে চারটি উইকেট শিকার করেন চট্টগ্রামের আশরাফুল হাসান রোহান। নাঈম হাসান নেন তিনটি উইকেট।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেই শুরুতেই পারভেজ হোসেন ইমনকে হারায় চট্টগ্রাম। ১০ বলে ৪ রান করে আবু হায়দার রনির বলে আউট হন ইমন। তারপর ১৮ বলে ১৬ রান করা সাদ্দাম হোসেনকেও শিকার করেন রনি। 

তৃতীয় উইকেটে ১০৭ রানের জুটি গড়েন সাদিকুর রহমান ও সাজ্জাদুল হক রিপন। ৭৬ বলে ৩৫ রান করে সাদিকুর আউট হওয়ার মাধ্যমে এই জুটি ভেঙে যায়। সাদিকুরের উইকেটটিও পান রনি। 

ব্যর্থ হয়েছেন ইয়াসির আলি রাব্বি। ১৯ বলে ১১ রান করে রনির চতুর্থ শিকারে পরিণত হন ইয়াসির। অর্ধশতক হাঁকিয়ে বিদায় নেন সাজ্জাদুল। ওয়ানডে মেজাজে ৫৭ বলে ৫৪ রান করেন তিনি। তাকে বোল্ড করেন আরিফ আহমেদ। ২২ গজ ছাড়ার আগে সাজ্জাদুলের ব্যাট থেকে আসে সাতটি চার ও একটি ছক্কা।

কিছুক্ষণ পরই আরো একটি উইকেট তুলে নেন আরিফ আহমেদ। সাব্বির হোসেন শিকদারকে শিকার করেন তিনি। ৩৪ রানের অবিচ্ছিন্ন জুটি নিয়ে দিন শেষ করেছেন নাঈম হাসান ও আহমেদ। নাঈম ৪৯ বলে ৩৪ রানে ক্রিজে আছে। শরীফের সংগ্রহ ২৮ বলে ৮ রান।

দিন শেষে চট্টগ্রামের সংগ্রহ ৬ উইকেটে ১৭৩ রান। লিডের পরিমাণ ৬৫ রান।

বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।


একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.