Scores

সেমিফাইনালিস্টদের বাংলাদেশ অধিনায়কের ‘শুভকামনা’

দিন চারেক আগেও বাংলাদেশের স্বপ্নে ছিল সেমিফাইনাল। ভারতের কাছে হেরেই সেই স্বপ্ন ধূলিসাৎ হয়েছে। পাকিস্তানের কাছে হারার পর নিশ্চিত হয়েছে সপ্তম স্থানে থেকে বিদায়। সেমিফাইনালের খুব কাছ থেকে এভাবে বিদায় নিশ্চয়ই বাংলাদেশের জন্য সুখকর নয়। তবে বাংলাদেশ অধিনায়ক চার সেমিফাইনালিস্টকে জানিয়েছেন শুভকামনা।

সেমিফাইনালিস্টদের বাংলাদেশ অধিনায়কের ‘শুভকামনা’

মাশরাফির কাছে ১০ দলের রাউন্ড রবিন লিগ ছিল উপভোগ্য। যদিও এতে অংশ নিতে পারেনি জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, স্কটল্যান্ডের মত সম্ভাবনাময় দল। তবুও মাশরাফি এই ফরম্যাট নিয়ে খুশি। তবে ইংল্যান্ডের উইকেটে টসের প্রভাব দেখে যেন খানিকটা অবাক মাশরাফি। এজন্য দায়ী করলেন ব্যবহৃত উইকেটে নতুন ম্যাচ আয়োজনকে।

Also Read - বোলিং ও ফিল্ডিংই বাংলাদেশের 'উদ্বেগ'


মাশরাফি বলেন, ‘সময় যত যাচ্ছে উইকেটের গতি ধীর হচ্ছে। অবশ্যই টস গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে। এখন পর্যন্ত বেশিরভাগ ম্যাচই ব্যবহৃত উইকেটে খেলা হচ্ছে। অনেক ম্যাচ হওয়ার কারণে এই ইংল্যান্ডেও উইকেট বড় প্রভাব হয়ে উঠছে।’

সেমিফাইনালে পুরনো উইকেটে খেলা হলে সেখানেও টস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে ধারণা করেন মাশরাফি।

মাশরাফি জানান, এই ফরম্যাট ভালো লেগেছে তার- ‘সব দল সবার সাথে খেলেছে। কিছু লোক হয়ত আমার কথায় খুশি হবে না। তাদের জন্য দুঃখ প্রকাশ করি যারা বিশ্বকাপে সুযোগ পায়নি। তাদের সমর্থকরা দুর্ভাগা- তারা বিশ্বকাপ খেলতে পারেনি। তবে টুর্নামেন্ট সম্পর্কে জিজ্ঞেস করলে বলব এটা খুবই রোমাঞ্চকর ছিল। নিজেদের শক্তি ও দুর্বলতার জায়গা ও উন্নতির বিষয়ে জানার জন্য এটা দারুণ টুর্নামেন্ট ছিল।’

জীবনে শেষবারের মত বিশ্বকাপ খেলে ফেলা মাশরাফি অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডকে জানিয়েছেন শুভকামনা।

‘যারা সেমিফাইনালে খেলবে তাদের জন্য শুভকামনা।’

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

ইএসপিএন ক্রিকইনফো অ্যাওয়ার্ডে মনোনিত সাকিবের ইনিংস

বিশ্বকাপ ফাইনালে ধৈর্যশীলতা দেখানোর পুরস্কার জিতল কিউইরা

‘আমি সর্বদা বলি, সমর্থকরা আমাদের দ্বাদশ খেলোয়াড়’

আইসিসিকে নিশামের খোঁচা

সুপার ওভারের নিয়মে পরিবর্তন আনল আইসিসি