মিরাকল ঘটিয়ে সেমিফাইনালে উঠার স্বপ্ন দেখছেন শাদাবরা
অসম্ভবের দিকে চোখ পাকিস্তানের।

অলৌকিক কিছুর আশায় পাকিস্তান
তালহা তানীমContributor
প্রকাশিত হয়েছে - 2023-10-27T06:01:44+06:00
আপডেট হয়েছে - 2023-10-27T06:03:45+06:00
বিশ্বকাপে দারুণ শুরু করেছিল পাকিস্তান। পরপর দুই ম্যাচে নেদরল্যান্ডস ও শ্রীলঙ্কাকে হারানোর পরেই ঘটে ছন্দপতন। টানা তিন ম্যাচ হেরে বিশ্বকাপের সেমিফাইনালের আশা অনেকটাই ফিকে পাকিস্তানের। সর্বশেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে হারটাই মেনে নেওয়া কঠিন হয়ে যাচ্ছে সমর্থকদের জন্য। সাবেকরা সমালোচনায় তুলাধোনা করছেন বাবর আজমদের। এ অবস্থা থেকে পাকিস্তান ঘুরে দাঁড়াবে, এটা ভাবাই এখন কঠিন হয়ে যাচ্ছে।
পাকিস্তান
পরের ম্যাচে সামনে দুর্দান্ত ফর্মে থাকা দক্ষিণ আফ্রিকা। নেদারল্যান্তস বিপক্ষে অঘটনের শিকার হওয়া বাদ দিলে টুর্নামেন্টে অপ্রতিরোধ্য প্রোটিয়ারা। এমনকি উড়িয়ে দিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকেও।
আজ (বৃহস্পতিবার) সংবাদ সম্মেলনে এসে অলরাউন্ডার শাদাব খান আশা দিতে চেয়েছেন সমর্থকদের, ‘আমরা ব্যাটিং, বোলিং, ফিল্ডিং কিছুতেই ভালো করতে পারছি না। বিশ্বকাপের আগে যেভাবে খেলেছি, সেভাবে খেলতে পারছি না বিশ্বকাপে। তবে বিশ্বাসটা ধরে রাখা জরুরি। বিশ্বাস থাকলে মিরাকলও ঘটে।’
অর্থাৎ এই মুহূর্তে অলৌকিক কিছুর আশায় পাকিস্তান। পাশাপাশি নিজেদের স্বাভাবিক খেলাটাও খেলার আশা করছেন শাদাব, ‘এমন বাঁচা-মরার লড়াইয়ে আমার মনে হয় চাপটা আরো কম থাকে। কারণ এখন আমাদের হারানোর কিছু নেই।'
পয়েন্ট টেবিলে পাঁচ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে পাকিস্তান। কাগজে-কলমে সেমির আশা এখনো শেষ হয়ে যায়নি। কিন্তু পাকিস্তান ঘুরে দাড়াতে পারবে কি না, সেটি নিয়েই এখন মূল শঙ্কা। শাদাব বিশ্বাস করেন সেই সামর্থ্য তাদের আছে।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।