সেমির ভেন্যু প্রসঙ্গে বাড়তি সুবিধা পেয়েছে ভারত, বললেন মাঞ্জরেকার
ভারতের বিপক্ষে কথা বললেন এক ভারতীয়।

সেমির ভেন্যু প্রসঙ্গে বাড়তি সুবিধা পেয়েছে ভারত, বললেন মাঞ্জরেকার
রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2024-06-27T23:43:20+06:00
আপডেট হয়েছে - 2024-06-27T23:43:20+06:00
ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে হয়েছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। নানা ভেন্যুতে ছুটোছুটি করে গলদঘর্ম হতে হয়েছে বিভিন্ন দেশের ক্রিকেটারদের। তবে ভেন্যুর ব্যাপারে অন্যান্য দলের চেয়ে কিছুটা বাড়তি সুবিধা পেয়েছে ভারত। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
টুর্নামেন্টের সূচি প্রকাশের সময় ভারতের জন্য সেমিফাইনালের ভেন্যু ঠিক করে রাখা হয়েছিল। ভারত যেভাবেই সেমিফাইনালে উঠুক না কেন, তারা খেলবে গায়ানাতে দ্বিতীয় সেমিফাইনালে। ম্যাচের সময়টায় আগে থেকে ঠিক করা, স্থানীয় সময়ে সকাল সাড়ে ১০টা। অর্থাৎ বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। বিশ্বকাপে ভারতের সকল ম্যাচ আয়োজিত হয়েছে এই সময়ে। যেখানে অন্যান্য দল কখনও খেলেছে রাতে কখনও আবার সকালে।
ভারতের জন্য সেমির ভেন্যু আগে থেকেই ঠিক করে রাখা প্রসঙ্গে অনেকেই সমালোচনা করেছেন। এবার বিষয়টিতে মুখ খুলেছেন এক ভারতীয় সঞ্জয় মাঞ্জরেকার। তিনি মনে করেন, ভেন্যুর ব্যাপারে ভারত পেয়েছে বাড়তি সুবিধা। কারণ তারা আগে থেকেই জানত, সেমির ম্যাচটা তারা খেলবে গায়ানাতে।
ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর অনুষ্ঠান টাইমআউটে মাঞ্জরেকার বলেন, ‘রোহিতকে (শর্মা) এটা বলতে হবে। ভারত ভেন্যুর উপরেই তাদের দল নির্বাচন করবে। ভারতের সমস্যা ছিল সেমি এবং ফাইনাল ম্যাচগুলো। যখন আপনি জানবেন যে আপনি গায়ানাতে খেলবেন, যদি কেউ চিন্তায় থাকেন যে কেন ভারত চারজন স্পিনার স্কোয়াডে নিল, এটাই আসলে কারণ হতে পারে।’
আইসিসির দৃষ্টি আকর্ষণ করে মাঞ্জরেকার আরও বলেছেন, ‘এটা ভুল পথে এগিয়ে যাওয়া। আমি আদর্শ পরিস্থিতির কথা বলছি। এখানে সবসময় আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। আমরা খেলাকে যুক্তরাষ্ট্র, নিউইয়র্কে নিয়ে গেলাম কিন্তু কন্ডিশনের অবস্থা কী? আপনাকে ক্রিকেটটাকে উঁচু মানের করতে হবে এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। এরপর আপনি ব্যবসায়িক সমৃদ্ধির আশা করতে পারেন।’
বিশ্বকাপের সেমির ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে লড়ছে ভারত।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।