সেরা দলটাই নামাবে বাংলাদেশ
আর এক সপ্তাহ পরেই শুরু হতে যাচ্ছে এশিয়ার সেরা হবার লড়াই। ১৫ই সেপ্টেম্বর সংযুক্ত আরব-আমিরাতে শুরু হবে এশিয়া কাপের ১৪তম আসর। আসন্ন এই টুর্নামেন্ট একাদশ নিয়ে পরীক্ষা-নিরীক্ষায় যাবে না বাংলাদেশ দল। এমনটিই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

সর্বশেষ উইন্ডিজ সফরে একদিনের সিরিজে দারুণ খেলেছেন বাংলাদেশ। ২-১ ব্যবধানে সিরিজ জিতলেও ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করার সুযোগ তৈরী হয়েছিল। দ্বিতীয় ম্যাচে শেষ ওভারে বিস্ময়করভাবে হেরে যায় মুশফিকরা। তবে বিদেশের মাটিতে সিরিজ জয় আসন্ন এশিয়া কাপে অনুপ্রেরণা যোগাবে টাইগারদের। এর বাইরে অনুশীলন নিয়েও সন্তুষ্ট মিনহাজুল আবেদিন নান্নু।
তিনি বলেন, ‘আমরা একটা ভালো অনুশীলন ক্যাম্প করেছি। এছাড়া উইন্ডিজে ভালো একটা সফর শেষ করে এসেছি। এই দলটাই সেরা। এদের নিয়ে আমাদের আত্মবিশ্বাস আছে। ‘
এদিকে আসন্ন এশিয়া কাপে সেরা একাদশ বাছাই নিয়ে পরীক্ষা করতে চায় না ক্রিকেট বোর্ড। অন্যদিকে প্রথম ম্যাচটি অনেক গুরুত্বপূর্ণ মনে করছেন মিনহাজুল আবেদিন নান্নু। তিনি বলেন, ‘একটা বড় টুর্নামেন্ট,এশিয়া কাপ খেলতে যাচ্ছে দল। আমরা যদি প্রথম ম্যাচটা ভালোমত জিততে পারি তাহলে অনেক দূর যাব। আমরা সেরা দলটাই খেলাব। দল নিয়ে আমরা কোন পরীক্ষা-নিরীক্ষায় যাব না। যেই স্কোয়াড দেয়া হয়েছে, সেটাই আমাদের সেরা দল।’
আসন্ন এশিয়া কাপের স্কোয়াডে সুযোগ পেয়েছেন মোহাম্মদ মিথুন। সর্বশেষ ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে খেলেছিলেন মিথুন। কিন্তু উইন্ডিজ সিরিজে ছিলেন না। এক সিরিজ পরেই আবার ফিরলেন দলে। এশিয়া কাপে কোন অবস্থানে দেখা যাবে মিথুনকে? কিংবা তাঁকে ঘিরে বিসিবির পরিকল্পনা-ই বা কি?
এমন প্রশ্নে নান্নু বলেন, ‘এটা সম্পূর্ণ টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত, সেখানে গিয়ে এইসব সিদ্ধান্ত নেওয়া হবে। এখানে বসে সিদ্ধান্ত হবে না। দল সেখানে যাবে, চারদিনের মত অনুশীলন করবে। তারপর দেখা যাবে।’
[আরও পড়ুনঃ তিন ক্রিকেটারের ফিজিও’র রিপোর্ট কেমন?]
Also Read - রানের খাতা খুলেই কুকের মাইলফলক স্পর্শ