Scores

সেলাই পড়ল শান্তর হাতে

স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী জিম্বাবুয়ের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে চোট পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। চোট পাওয়া আঙুলে একটি সেলাইও পড়েছে।

সেলাই পড়ল শান্তর হাতে

মঙ্গলবার (৩ মার্চ) টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৩২২ রান জড়ো করে বাংলাদেশ। ব্যাট হাতে অবশ্য আলো ছড়াতে পারেননি ঢাকা টেস্টে দারুণ এক ইনিংস খেলা বাঁহাতি ব্যাটসম্যান। ৬ রান করেই রান আউট হয়ে সাজঘরে ফেরেন।

Also Read - মুশফিকের না থাকা নিয়ে যা বলছেন মাশরাফিতবে শান্ত অবদান রাখতে পারতেন ফিল্ডিং দিয়ে। সেটিও পারেননি চোটের কারণে। জিম্বাবুয়ের ইনিংসের ১৯তম ওভারে ওয়েসলে মাধেভেরের ব্যাট ছুঁয়ে বল ছুটে যাচ্ছিল স্লিপে দাঁড়ানো শান্তর দিকে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই বল হাত ফসকে পড়ে যায়। এখানেই শেষ নয়; ক্যাচ ধরতে গিয়ে শান্ত চোটও বাঁধান।

ডান হাতের কনিষ্ঠা আঙুলে আঘাত পেলে রক্ত ঝরতে থাকে শান্তর হাত থেকে। শুশ্রূষা ও প্রাথমিক চিকিৎসার জন্য মাঠ ছেড়েই বেরিয়ে যেতে হয়। এরপর যেতে হয়েছে চিকিৎসকের সেবালয় পর্যন্ত। শেষপর্যন্ত এরপর যে খবর এসেছে- তা আপাতত স্বস্তি দিবে না শান্তর ভক্তদের।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সূত্র বিডিক্রিকটাইমকে জানিয়েছে, শান্তর চোট পাওয়া আঙুলে লেগেছে একটি সেলাই। আপাতত ফিজিও ও চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন ২১ বছর বয়সী এই তরুণ ক্রিকেটার। অবস্থার যথাযথ উন্নতি না হলে তৃতীয় ওয়ানডেতে তার খেলার সম্ভাবনা নেই।

শান্তকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না টিম ম্যানেজমেন্ট। সামনেই জাতীয় দলের তৃতীয় দফা পাকিস্তান সফর। সেই সফরের একটি ওয়ানডে ও একটি টেস্টের বিবেচনায় রয়েছেন তিনি।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

বিয়ে ক্রিকেটে নেতিবাচক প্রভাব ফেলে না : শান্ত

শান্ত’কে বরণের অপেক্ষায় ছিল রাজশাহী স্টেডিয়াম

জীবনের নতুন ইনিংস শুরু করলেন শান্ত

সুজন স্যার বলতেন, তুই-ই ম্যাচ জিতাবি : শান্ত

নাজমুল হোসেন শান্তকে বাবার মূল্যায়ন