সৈকতের আক্ষেপ, ব্যর্থতায় শুরু আশরাফুলের
ডিপিএল ২০১৯-২০ আসরে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নেমেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। খেলাঘর সমাজ কল্যান সমিতির বিপক্ষে ম্যাচটিতে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি মোহাম্মদ আশরাফুল। ব্যর্থতায় তার ডিপিএল মিশন শুরুর দিন সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন সৈকত আলি।
বিকেএসপিত ৪ নম্বর মাঠে প্রতিপক্ষের আমন্ত্রণে প্রথমে ব্যাট করতে নামে শেখ জামাল। দলের পক্ষে ইনিংসের গোড়াপত্তন করেন সৈকত ও আশরাফুল। ৩৫ বল টিকে তাদের এ জুটি।
ইনিংসের ষষ্ঠ ওভারের শেষ বলে আশরাফুলের উইকেট তুলে নেন ইরফান হোসেন। উইকেটের পেছনে জহুরুল ইসলামের হাতে ক্যাচ দিয়ে থামে তার ইনিংস। আউটের আগে করেন ১৪ বলে ৩ রান।
দলীয় ২৫ রানে আশরাফুলকে হারানোর পর দলকে দারুণভাবে এগিয়ে নিচ্ছিলেন সৈকত। প্রতিপক্ষের বোলারদের ওপর চড়াও হয়ে দ্রুত গতিতে তুলতে থাকেন রান। সেঞ্চুরির পথে ইকতটে চলেছিলেন সৈকত। তবে শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত মাইলফলক আর স্পর্শ করা হয়ে ওঠেনি তার।
ব্যক্তিগত ৮৩ রানে টিপু সুলতানের বলে সাদিকুর রহমানের হাতে ক্যাচ দিলে ভাঙে তার স্বপ্ন। ১০ চার ও ২ ছক্কায় এ রান করে সাজঘরে ফিরেন তিনি। তার বিদায়ে দলীয় ১১১ রানে দ্বিতীয় উইকেটহারায় শেখ জামাল। ৫ রানের ব্যবধানে এরপর ফিরে যান সোহারাওয়ার্দী শুভও (২৫)।
শেষ খবর পাওয়া পর্যন্ত, নাসির হোসেন ও নুরুল হাসান সোহানের ব্যাটে লড়ছে শেখ জামাল। এ প্রতিবেদন লেখার সময়, ৩৫ ওভার শেষে দলটির সংগ্রহ ৩ উইকেটে ১৮২ রান। ৪৫ বল থেকে নাসির ৩৪ রান ও ৩৮ বল থেকে ৩৪ রান নিয়ে ব্যাট করছেন সোহান।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।