Scores

সোহানকে গালি দিয়েছিলেন থিসারা!

নিদাহাস ট্রফির দ্বিতীয় সেমিফাইনালিস্ট নির্ধারণের ম্যাচে খেলোয়াড়দের মধ্যে উত্তেজনার রেশ কাটেনি এখনও। যদিও ফাইনাল শেষে ইতোমধ্যে দেশেও ফিরে গেছে সিরিজের সফরকারী দুই দল।

কী হয়েছিল তখন?

শুক্রবার নিদাহাস ট্রফির ‘অঘোষিত’ সেমিফাইনালের শেষ ওভারে বাংলাদেশের পক্ষে যৌক্তিক একটি নো বল না দেওয়া নিয়ে তর্ক বাঁধে খেলোয়াড় ও আম্পায়ারদের মধ্যে। এ সময়ে সাকিব আল হাসান নুরুল হাসান সোহান বাংলাদেশের হয়ে প্রতিবাদ করেন আম্পায়ারদের পক্ষপাতমূলক সিদ্ধান্তের।

Also Read - এমন বাংলাদেশকে দেখে খুব ভালো লেগেছে: বোর্ড সভাপতি


আম্পায়ারদের দোষ থাকলেও শেষমেশ অবশ্য জরিমানা গুনতে হয় সাকিব ও সোহানকেই। মাহমুদউল্লাহ্‌ রিয়াদের দৃঢ়তায় ঐ ম্যাচে জয় পায় বাংলাদেশ, নাহলে আম্পায়ারের ভুল সিদ্ধান্তের কারণে অধরা থাকত ফাইনালের স্বপ্নও।

তবে ঐ প্রসঙ্গ নিয়ে গুমোর ফাঁস করেছেন সোহান। সোমবার দলের সাথে দেশে ফিরে জানান, ম্যাচের ঐ মুহূর্তে তাকে গালি দিয়েছিলেন থিসারা পেরেরা।

সোহান জানান, আম্পায়ারের সাথে কথা বলার কারণে তাকে জবাবদিহি করতে বলেন থিসারা। সোহানের ভাষ্য, ‘আমি মাঠে ঢুকে রিয়াদ ভাইয়ের সাথে কথা বলছিলাম। এমন সময় লেগ আম্পায়ার পাশ দিয়ে যাচ্ছিল দেখে তাকে জিজ্ঞাসা করেছিলাম, প্রথম বলটা বাউন্স দেয়া হয়েছি কি না।’

এমন সময় থিসারা এসে উপেক্ষা করেন ম্যাচে একাদশের বাইরে থাকা সোহানকে। সাংবাদিকদের সোহান বলেন, ‘তখন থিসারা এসে বলে- তুমি কথা বলার কে? তুমি যাও। তোমার কথা বলা লাগবে না।’

সোহান থিসারাকে তার সাথে কথা বলছেন না জানালে থিসারা তাকে গালি দিয়ে বসেন। সোহান জানান, ‘আমি বলেছি- তোমার সাথে আমি কথা বলছি না। তখন ও আমাকে গালি দিয়েছে। আমি বলেছি এটা তোমার দেখার বিষয় নয়।’

এতে রাগান্বিত হয়ে থিসারার দিকে আঙুল তুলে কথা বলেন সোহান। এতেই জরিমানা হয় তার। তিনি বলেন, ‘আমার হয়তবা চুপ থাকা উচিত ছিল। রাগের মাথায় আমিও হয়তবা কথার জবাব দিয়েছি। এটাই ঘটনা।’

আরও পড়ুনঃ বাংলাদেশের পক্ষে অল্প সমর্থন দেখে হতাশ সুজন

Related Articles

পেরেরা ও চান্দিমাল এখন লঙ্কান আর্মির ‘মেজর’

স্যামিদের সাথে বর্ণবাদের অভিযোগ অস্বীকার করছেন সতীর্থরা

আইপিএলে স্যামি-পেরেরাদের ‘কালু’ নামে ডাকা হত!

শ্রীলঙ্কার ওয়ানডে দলে ফিরলেন থিসারা পেরেরা

নতুন ভূমিকায় থিসারা পেরেরা