সোহানের ব্যাটে দিনশেষে স্বস্তিতে বিসিবি একাদশ
ড. ডিওয়াই পাতিল ক্রিকেট অ্যাকাডেমির বিপক্ষে চার দিনের ম্যাচের দ্বিতীয় দিনশেষে ৭০ রানে পিছিয়ে বিসিবি একাদশ। প্রথম ইনিংসে স্বাগতিকদের ৩৩১ রানে অলআউট হওয়ার পর দ্বিতীয় দিনে ৭৩ ওভার ব্যাটিং করে ৫ উইকেটে ২৬১ রান করেছে মুমিনুলরা।
কর্ণাটকের বেঙ্গালুরুর এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে প্রথম দিনে ৮ উইকেটে ৩০০ রান করে ড. ডিওয়াই পাতিল ক্রিকেট অ্যাকাডেমি। এদিকে দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে ৩১ রান করতেই গুটিয়ে যায় স্বাগতিকরা। আগের দিনের চার উইকেটের সাথে আজ বাকি দুই উইকেটও তুলে নেন তাইজুল। ইনিংসে ১৪৪ রানে নিয়েছেন ৬টি উইকেট। এর পুর্বে বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিপক্ষে এক ইনিংসে ৮ উইকেট নিয়েছিলেন এই বামহাতি স্পিনার।
৩৩১ রানের জবাবে ব্যাট করতে নেমে দারুণ সূচনা পায় বিসিবি একাদশ। উদ্বোধনী জুটিতে জহুরুল ইসলাম ও সাদমান ইসলাম মিলে তোলেন ৯৩ রান। কিন্তু দুই ব্যাটসম্যানই ছিলেন দুর্ভাগা। দুইজনই আউট হয়েছে ব্যক্তিগত ৪৯ রানে। এরপর বেশিক্ষণ টিকতে পারেননি অভিজ্ঞ মুমিনুল। করেন ১৮ রান। দারুণ সূচনার পর ২১ রানে তিন উইকেট হারিয়ে বড় বিপাকে পড়ে বিসিবি একাদশ।
এরপর নাজমুল হোসেন শান্তকে নিয়ে দলের হাল ধরেন নুরুল হোসেন সোহান। পঞ্চম উইকেটে ৬৬ রানের জুটি গড়ে তোলেন তারা। দলীয় ১৮০ রানের মাথায় ৩৪ রান করা শান্ত’র আউটের মাধ্যমে এই জুটি ভাঙ্গেন আকিব কুরাইসি। এরপর দ্রুতই আউট হয়েছেন আরিফুল হক। ১৭ বলে করেন ১৪ রান।
তবে দিনের শেষে আর উইকেট যায়নি সফরকারীদের। সাইফ হাসানকে সাথে নিয়ে দিনের খেলা শেষ করেছেন সোহান। ৯১ বলে ৯ চার আর ১ ছক্কায় ৬৭ রানে অপরাজিত আছেন এই ক্রিকেটার। অন্য প্রান্তে ৬৫ বলে ২৭ রানে অপরাজিত আছেন সাইফ।
ড. ডিওয়াই পাতিল ক্রিকেট অ্যাকাডেমির পক্ষে নওসাদ শেখ নিয়েছেন দুইটি উইকেট। দ্বিতীয় দিনশেষে বিসিবি একাদশ পিছিয়ে ৭০ রানে। হাতে এখনও আছে ৫ উইকেট। লিডের স্বপ্ন দেখতেই পারে সফরকারীরা!
সংক্ষিপ্ত স্কোর-
ড. ডিওয়াই পাতিল ক্রিকেট অ্যাকাডেমি (১ম ইনিংস): ১০২.৫ ওভারে ৩৩১/১০
সারদেশাই ১২৮, শুভম ৫০, আমান ৪৩; তাইজুল ৩৩.৫-৭-১৪৪-৬,তাসকিন ২৩-৫-৪৭-২, শহিদুল ২০-৪-৪২-১, নাঈম ১৮-৩-৭০-১, আরিফুল ৮-৩-১৯-০।
বিসিবি একাদশ (১ম ইনিংস): ২৬১/৫ (৭৩ ওভার)
সোহান ৬৭*, জহুরুল ৪৯, সাদমান ৪৯, শান্ত ৩৪, সাইফ ২৭*, মুমিনুল ১৮, আরিফুল ১৪; নওশাদ শেখ ১০-৩-৩০-৩