সোহানের শতকে বিশাল জয় ধানমন্ডির

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2025-03-16T17:13:28+06:00
আপডেট হয়েছে - 2025-03-16T17:13:28+06:00
ঢাকা প্রিমিয়ার লিগের পঞ্চম রাউন্ডের খেলায় শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে ৯৭ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ধানমন্ডি স্পোর্টস ক্লাব। ব্যাট হাতে দারুণ শতক হাঁকিয়ে ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন ধানমন্ডির অধিনায়ক নুরুল হাসান সোহান।
বিকেএসপিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৭৭ রান জড়ো করে ধানমন্ডি। চার নম্বরে নেমে ১৩১ বলে ১৩২ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক সোহান। তার ইনিংসে ছিল ১৩টি চার ও ৪টি ছক্কা।
এছাড়া সানজামুল ইসলাম ৫৪ বলে ৪০ ও ওপেনার হাবিবুর রহমান সোহান ৪২ বলে ৪৫ রান করেন। শাইনপুকুরের পক্ষে রায়ান রহমান তিনটি এবং রাফি উজ্জামান রাফি ও আলী মোহাম্মদ ওয়ালিদ দুটি করে উইকেট শিকার করেন।
জবাব দিতে নেমে এদিন তাসের ঘরের মতো ভেঙে পড়ে শাইনপুকুর। রহিম আহমেদ ৪২ ও মিনহাজুল আবেদিন ৩৫ রান করলেও বাকিরা তেমন প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। শেষমেশ তাই ৪৫.৩ ওভারে ১৮০ রানে গুটিয়ে যায় শাইনপুকুর।
ধানমন্ডি ক্লাবের পক্ষে সানজামুল চারটি ও কামরুল ইসলাম রাব্বি তিনটি উইকেট শিকার করেন।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।