Scores

সৌম্যকে দলে নেওয়ার কারণ জানালেন মুমিনুল

চোটের কারণে ঢাকা টেস্ট থেকে ছিটকে পড়েছেন সাকিব আল হাসান। তার বদলি হিসেবে টেস্ট স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে সৌম্য সরকারকে। যদিও সৌম্যর অন্তর্ভুক্তি নিয়ে কিছু বিতর্কও জন্ম নিয়েছে। 

প্রেসিডেন্টস কাপের ব্যর্থতা ভুলে টি-টোয়েন্টি কাপ মাতাতে চান সৌম্য

টেস্ট স্কোয়াডে না থাকায় সৌম্য ছিলেন না বায়োবাবলে। সাকিব ছিটকে যাওয়ার পর করোনা পরীক্ষা করে বায়োবাবলের জন্য প্রস্তুত করা হয় সৌম্যকে। সৌম্যর পরিবর্তে আর কোনো ক্রিকেটারকে নেওয়া যেত কি না, সেই প্রশ্ন উঠে বিসিবি সাকিবের বদলি হিসেবে সৌম্যর নাম ঘোষণার পর। এছাড়া মূল স্কোয়াড যেখানে ১৮ সদস্যের ছিল, সেখানে কেন বায়োবাবলের বাইরে থাকা ক্রিকেটারকে দলে নেওয়া- উঠেছিল এমন প্রশ্নও।

Also Read - অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশে আসছে ইংল্যান্ড-নিউজিল্যান্ড


বিশেষ করে অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদকে সাকিবের বদলি হিসেবেও দলে জায়গা না দেওয়ায় অবাক হয়েছেন অনেকে। তবে মুমিনুলের দাবি, ব্যাটিং-বোলিং দুই বিভাগেই ভূমিকা রাখতে পারবেন এমন ক্রিকেটার খোঁজার মাধ্যমেই বেছে নেওয়া হয়েছে সৌম্যকে।

মুমিনুল বলেন-

‘সাকিব ভাই না থাকলে দুইটা খেলোয়াড় নিতে হয়। সে কারণে ব্যাটিং বোলিং দুইটাই পারে এরকম খেলোয়াড়ের দরকার ছিল। সে কারণেই হয়ত সৌম্যকে দলে নেওয়া হয়েছে।’

সাকিব ছাড়াও ঢাকা টেস্ট থেকে ছিটকে গেছেন ওপেনার সাদমান ইসলাম, তিনিও চোটের কারণে।

একনজরে ঢাকা টেস্টে বাংলাদেশ স্কোয়াড : মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, ইয়াসির আলী, সাইফ হাসান, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহী, এবাদত হোসেন, হাসান মাহমুদ ও সৌম্য সরকার।

Related Articles

বিশাল সংগ্রহের আভাস দিয়ে দ্বিতীয় দিন পার বাংলাদেশের

‘৫’ বলে ওভার গুনলেন আম্পায়ার

রেকর্ড জুটি গড়ে ফিরলেন শান্ত-মুমিনুল

মুমিনুলের সেঞ্চুরি, শান্তর দেড় শতাধিক রানে হাসছে বাংলাদেশ

এক যুগ পর স্বস্তি ফেরালেন তামিম-শান্ত