Scores

সৌম্যর উপর সবচেয়ে বেশি আস্থা রাখেন রিয়াদ 

আন্তর্জাতিক ক্রিকেটে কয়েক বছর পার করেছেন সৌম্য সরকার। জাতীয় দলে যখন খেলেন তখন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবেই খেলেন। তবে বাংলাদেশের দলের সব ম্যাচে তার খেলা হয় না। বর্তমান দলের তীব্র প্রতিদ্বন্দ্বিতার কারণে মাঝেমাঝে দলের বাইরেও থাকতে হয়।

সৌম্যর উপর সবচেয়ে বেশি আস্থা রাখেন রিয়াদ 

তবে দলে কিংবা দলের বাইরে থাকা অবস্থায় সবসময় সৌম্যর উপর আস্থা রেখেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। বাংলাদেশ দলের টি-টোয়েন্টি অধিনায়কের সাথে সৌম্যর ভ্রাতৃত্বের সম্পর্ক অনেক আগে থেকেই। জাতীয় দলে আসার আগেই প্রিমিয়ার লিগে খেলেছেন রিয়াদের অধিনায়কত্বে।

Also Read - দেশের নামের বানান ভুল করে বিদ্রুপের শিকার পিসিবি


সেই রিয়াদ সৌম্যর উপর এতটাই আস্থা রাখেন যে, ‘কে সবচেয়ে বেশি আস্থা রাখেন’ এমন প্রশ্নে সৌম্য সবার আগে উচ্চারণ করলেন মাহমুদউল্লাহ রিয়াদের নাম।

বিডিক্রিকটাইমকে সৌম্য বলেন, ‘আমার ব্যাটিংয়ে আস্থা হয়ত অনেকেরই আছে। কিন্তু সব মিলিয়ে একজনের কথা বললে বলব রিয়াদ ভাই।’


সৌম্যর ব্যাখ্যা, ‘ধরুন কোনো ম্যাচ চলছে, রিয়াদ ভাই ক্যাপ্টেন না, ক্যাপ্টেন হল মাশরাফি ভাই। আমি বোলিং পাইনি। তখন রিয়াদ ভাই আমাকে বলবে- আমার বিশ্বাস আছে, আমি ক্যাপ্টেন হলে তোকে বোলিং দিতাম! রিয়াদ ভাই এই কথা সবসময় বলে আমাকে। এখনো বলে।’

সৌম্য প্রিমিয়ার লিগে খেলার সময়ই রিয়াদের এই আস্থা অর্জন করে নিয়েছিলেন। তিনি জানান, ‘আমার প্রতি রিয়াদ ভাইয়ের এই আস্থা প্রিমিয়ার লিগ থেকেই। আমি জাতীয় দলে আসার আগে প্রাইম ব্যাংকে রিয়াদ ভাইয়ের সাথে খেলেছিলাম। ঐ সময় উনি আমার অধিনায়ক ছিলেন। ঐ সময় থেকেই তার আস্থা ছিল, এখনো আছে। যেকোনো সময় আমাকে বোলিং দেওয়ার ব্যাপারে বিশ্বাসী।’

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

Related Articles

সাকিবের প্রত্যাবর্তনে উচ্ছ্বসিত ভিনদেশি সমর্থকরাও

প্রত্যাবর্তনে সাকিবকে স্বাগত জানাতে মুখর সতীর্থরা

মুক্ত হলেন সাকিব

সাকিবের কাছ থেকে টেস্ট ক্যাপ নিতে মুখিয়ে সাইফউদ্দিন

বরই গাছের কাঁটা বিঁধে গুরুতর আঘাত আফতাবের চোখে