সৌম্যর জায়গায় ইমনকে বাজিয়ে দেখতে চান নির্বাচকরা

প্রকাশিত হয়েছে - 2024-09-29T20:42:50+06:00
আপডেট হয়েছে - 2024-09-29T20:42:50+06:00
প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের প্রিয় ক্রিকেটার হিসেবে পরিচিতি আছে সৌম্য সরকারের। যদিও আস্থার প্রতিদান দিতে ব্যর্থ হয়েছেন বারবার। তারপরও কোচের প্রিয় হওয়ার সুবাদেই হয়ত, টি-টোয়েন্টি খেলছিলেন নিয়মিতই। এবার সেই সৌম্য বাদ পড়লেন ভারত সিরিজের দল থেকে।
এদিকে তরুণ ওপেনার পারভেজ হোসেন ইমনকে নিয়ে নির্বাচক প্যানেল ভীষণ আশাবাদী। এর আগে জাতীয় দলে খেলা হলেও অনেকেই বলে থাকেন, পর্যাপ্ত সুযোগ তিনি পাননি। সেই সময়টায় তাকে সুযোগ দেওয়া হয়েছে নিজেকে আরও শাণিত করার।
আপাতত তরুণ এই ওপেনারকে নিয়ে আশায় বুক বাঁধতে বাধা দেখছে না নির্বাচক প্যানেল। বয়স আর ভবিষ্যৎ বিবেচনায় কিছুটা তাই পিছিয়েই পড়েছেন দল থেকে বাদ পড়া সৌম্য সরকার।
প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেন, 'ব্যাটিংয়ে লিটন আছে, তামিমও আছে। সৌম্যর জায়গায় ইমনকে ট্রাই করে দেখতে চাই। বিশ্বকাপের আগেও ট্রেনিং সেশনে রেখেছিলাম, অবজার্ভ করেছি। টাইগার্স ক্যাম্পে বেশ ভালো ট্রেনিংও করেছে। আমাদের কাছে মনে হয়েছে, ভবিষ্যৎ ভাবনার প্রাথমিক পদযাত্রায় তাকে দলে শামিল করতে চাই।'
তারুণ্যনির্ভর দলে গুরুত্ব পেয়েছে অভিজ্ঞতাও। এ কারণেই বিশ্বকাপ ব্যর্থতা ঝেড়ে দলে নেওয়া হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদকে। লিপু বলেন, 'অভিজ্ঞতাকেও ছেড়ে দিচ্ছি না। রিয়াদ এই দলে আছে। প্রয়োজনে সেও দলের হাল ধরতে পারে, সে ব্যবস্থা আমরা রাখছি। আমাদের আস্থা তার ওপর এখনও আছে। অধিনায়কের কাছে সব ধরনের কম্বিনেশনের অপশন আছে।'
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।