Scores

সৌম্যর বিয়েতে অতিথিদের জন্য থাকছে যেসব খাবার

নিজ নগরী খুলনায় বিয়ের পিঁড়িতে বসেছেন সৌম্য সরকার। জাতীয় দলের এই ক্রিকেটার বিয়ে করছেন নিজের প্রেমিকাকেই। বিয়ে উপলক্ষ্যে ভীষণ ব্যস্ততা খুলনা ক্লাবে।

সৌম্যর বিয়েতে অতিথিদের জন্য যেসব খাবার
বিয়ের সাজে সৌম্য সরকার। ছবি: বিডিক্রিকটাইম

সৌম্যর বিয়ের মূল আনুষ্ঠানিকতা শুরু হয় বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে। সাতক্ষীরা শহরে নিজ বাড়িতে গায়ে হলুদ সম্পন্ন হয় আত্মীয়স্বজনের উপস্থিতিতে। সন্ধ্যায়ই শুরু হয় বিবাহ সম্পন্নের অনুষ্ঠান।


সৌম্যর বিয়েতে এক হাজার দুইশ জন অতিথিকে আপ্যায়ন করা হবে। তাদের আপ্যায়নে ব্যস্ত সময় পার করতে হচ্ছে বাবুর্চিদের। রান্নার গুরুদায়িত্ব পেয়েছে খুলনার আল আমিন ডেকোরেটর।

Also Read - ডু প্লেসিসকে ছাড়াই দক্ষিণ আফ্রিকার ওয়ানডে দল!


কী কী খাবার থাকছে মেন্যুতে, জানতে চাইলে সৌম্যর বিয়ের রান্নার আয়োজনের দায়িত্বে থাকা বাবুর্চি বলেন, ‘রান্না করছি। কাচ্চি বিরিয়ানি, মুরগির রোস্ট, শাহী জর্দা, সালাদ।’

সৌম্য ব্যক্তিগত পছন্দের কোনো খাবার রান্না করতে বলেছেন কি না, জানতে চাইলে বাবুর্চি জানান, ‘সেরম (সেরকম) কিছু বলে নাই।’

সৌম্যর মত জনপ্রিয় তারকার বিয়েতে রান্নার দায়িত্ব পেয়ে নিজের অনুভূতি ব্যক্ত করে তিনি শুধু বললেন- ‘ভালো’। অল্প কথাই এখন মানায় তাকে। আলোচিত তারকার বিয়ের কাজে দম ফেলার ফুরসত কই!

সৌম্যর পাত্রী খুলনারই মেয়ে প্রিয়ন্তি দেবনাথ। ও লেভেলে পড়ালেখা করেছেন। পরিবার নিয়ে থাকায় থাকেন, যদিও নিজ এলাকা খুলনা। সৌম্যর সাথে দীর্ঘদিন প্রেমের পর গাঁটছড়া বাঁধতে চলেছেন। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিকেট ভক্তরা ব্যস্ত সৌম্য-প্রিয়ন্তি জুটির বন্দনায়। অবশ্য নারী ভক্তদের অনেকেই হতাশ। সুদর্শন ক্রিকেটার সৌম্য যে অনেক নারী ভক্তের পছন্দের পাত্র ছিলেন!

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন
Tweet 20
fb-share-icon20

Related Articles

করোনা শনাক্তের কিট দিচ্ছেন সাকিব

ম্যাচ ফিনিশিং ও সাইকোলজিক্যাল মাইন্ড গেম

ড্রেসিংয়ের জন্য হাসপাতালেও যেতে পারছেন না সাদমান

এবার দুঃস্থদের পাশে দাঁড়ালেন বিজয় দম্পতি

মাঠকর্মীদের আর্থিক সহায়তা দেবে বিসিবি