সৌম্যর ‘১’ রানের আক্ষেপ
ঢাকা প্রিমিয়ার লিগে নিজের শেষ ম্যাচে অপরাজিত ২০৮ রানের ইনিংস খেলেছিলেন সৌম্য সরকার। গত মৌসুমের আত্মবিশ্বাস ও শুভ স্মৃতি নিয়ে আজ নতুন মৌসুম শুরু করেছিলেন সৌম্য। শুরু থেকে খেলছিলেন বেশ স্বাচ্ছন্দ্য নিয়ে। যদিও শেষটা প্রত্যাশামত হয়নি তার। ১ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছেড়েছেন তিনি।
প্রাইম ব্যাংকের দেওয়া ২৫২ রানের লক্ষ্যমাত্রায় শুরুটা ভালো হয়নি গাজী গ্রুপের। শুরুতেই জাকির হাসানের উইকেট হারায় দলটি। দলীয় ও ব্যক্তিগত ৫ রানে নাঈম হাসানের বলে লেগ-বিফোরের ফাঁদে পড়েন তিনি। শুরুর ধাক্কার পর মুমিনুল হককে সাথে নিয়ে লড়তে থাকেন সৌম্য।
মুমিনুলের আউটের ফলে বিচ্ছিন্ন হয় তাদের ৪৯ রানের জুটি। এরপর অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের সাথে জুটি গড়েন তিনি। বেশ স্বাচ্ছন্দ্যের সাথে করতে থাকেন রান। অর্ধশতক থেকে ঠিক যখন ১ রান দূরে তিনি, তখনই ঘটে তার ছন্দপতন।
নাহিদুল ইসলামের স্টাম্পের বল কাট করতে গিয়ে বোল্ড হন তিনি। এর ফলে ব্যক্তিগত ৪৯ রানে থামতে হয় তাকে। ৫ চার ও ১ ছক্কায় ৫১ বল থেকে এ রান করেন তিনি। তার বিদায়ের পর ক্রিজে থিতু হতে পারেননি ইয়াসির আলি। নাহিদুলের দ্বিতীয় শিকারে পরিণত হন তিনি। ফলে ১০৭ রানে চতুর্থ উইকেট হারায় গাজী গ্রুপ।
শেষ খবর পাওয়া পর্যন্ত, আরিফুল হককে সাথে নিয়ে পঞ্চম উইকেট জুটিতে লড়ছেন রিয়াদ। এ প্রতিবেদন লেখার সময়, গাজী গ্রুপের সংগ্রহ ২৬ ওভারে ১১১-৪ রান। রিয়াদ ২২ ও আরিফুল অপরাজিত আছেন ৪ রানে।
এর আগে মিরপুরের হোম অব ক্রিকেটে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ২৫১ রানের সংগ্রহ দাঁড় করায় প্রাইম ব্যাংক। দলের পক্ষে সর্বোচ্চ ৭৯ রান করেন রনি তালুকদার। তাছাড়া শেষদিকে দ্রুতগতিতে নাহিদুল ইসলাম ৫৩ ও নাঈম করেন ৪৬ রান।
গাজী গ্রুপের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন মাহমুদউল্লাহ। ১০ ওভার বল করে ৫৩ রান খরচায় সর্বোচ্চ ৩ উইকেট নেন তিনি। তাছাড়া নাসুম আহমেদ লাভ করেন দুটি উইকেট।
সংক্ষিপ্ত স্কোর-
প্রাইম বাংক: ২৫১/৬ (৫০ ওভার)
রনি ৭৯, নাহিদুল ৫৩*, নাঈম ৪৬*, মিঠুন ২৭; রিয়াদ ৩/৫৩, নাসুম ২/৪০।
প্রাইম ব্যাংক ও গাজী গ্রুপের মধ্যকার খেলাটি সরাসরি দেখুন-
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।