Scores

সৌম্য ছাড়া টেস্ট স্কোয়াডের সবার ব্যাটেই রান

৭ তারিখ টেস্ট চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ দল। টি টোয়েন্টি সিরিজে ২-০ তে হার মানতে হয়েছিল টাইগারদের। এইবার লড়াই টেস্টের। টেস্টের স্কোয়াড ঘোষণা হয়েছে আগেই। টেস্ট স্কোয়াডের প্রায় সকল ব্যাটসম্যানকেই দেখা গিয়েছিলো চলমান বিসিএলে। বিসিএলে নিজ নিজ দলের হয়ে প্রায় সব স্বীকৃত ব্যাটসম্যানই সাফল্য পেয়েছেন।

সবচাইতে বড় সাফল্যটা পেয়েছেন তামিম ইকবাল। টি টোয়েন্টিতে ধীরে গতির ব্যাটিংয়ের কারনে কয়েকদিন ধরেই রয়েছেন আলোচনায়। তবে সাদা পোশাকে ফিরেই যেন নিজের সামর্থ্যের পরিচয় দিলেন তামিম। বাংলাদেশের প্রথম শ্রেণীর ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ডটা এখন যে তারই। ৩৩৪ রানে অপরাজিত ছিলেন তামিম ইস্ট জোনের হয়ে। জয়ের দেখা পেয়েছে তার দলও। ভারতে লাগাতার ব্যর্থ ছিলেন টেস্ট অধিনায়ক মুমিনুল হক। তবে তামিমের মতো মমিনুলও দেখা পেয়েছেন বড় রানের। মুমিনুলের ব্যাট থেকেও এসেছে শতক।

Also Read - জিম্বাবুয়ের বিপক্ষে না খেলার কারণ দেখছেন না মুশফিক


চট্টগ্রামে অপর ম্যাচে পাকিস্তানে উইকেট সামলানোর দায়িত্ব পাওয়া লিটন দাস ১ম ইনিংসে নর্থ জোনের হয়ে ডাক মারলেও ২য় ইনিংসে লিটনও পান রানের দেখা। ওয়ানডে মেজাজে ব্যাটিং করে লিটনও শতক তুলে নেন ২য় ইনিংসে । ১৬৮ বলে ১০৩ রান করে অপরাজিত থাকেন লিটন। সাউথ জোনের হয়ে ২য় ইনিংসে টি টোয়েন্টি মেজাজে শতক তুলেন সাবেক টেস্ট অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদও। ৭০ বলে ১০০ রান করে অপরাজিত থাকেন রিয়াদ।

শতকের মিছিলে শতক না পেলেও একেবারে খারাপ করেননি মিথুন আলী। সেন্ট্রাল জোনের হয়ে ১৪৩ বলে ৮৩ রান করেন মিথুন আলী। প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত হার মানতে বাধ্য হন জাতীয় দলের স্পিনার নাইমের কাছে। সেন্ট্রাল জোনের অধিনায়ক ও জাতীয় দলের স্কোয়াডে জায়গা পাওয়া নাজমুল হাসান শান্তও তুলে নেন ফিফটি এবং মিথুনের মতোই আউট হন নাঈমের বলেই। সেন্ট্রালের হয়ে প্রথম ইনিংসে টেস্ট মেজাজে ব্যাটিং করেন পাকিস্তানে সম্ভাব্য ওপেনার সাইফ হাসান। প্রথম ইনিংসে সাইফ হাসান ২১৪ বল মোকাবেলা করে ৫৮ রান করেন।

তবে জাতীয় দলের স্কোয়াডে থাকা প্রায় সকলেই কোন এক ইনিংসে কমপক্ষে রানের দেখা পেলেও দুই ইনিংসেই বড় স্কোর গড়তে ব্যর্থ হয়েছেন তারকা ব্যাটসম্যান সৌম্য সরকার। প্রথম ইনিংসে ৩৬ করার পর ২য় ইনিংসে ৪ রান করেই আউট হন সৌম্য।

বিসিএলের এই ভালো প্রস্তুতি ব্যাটসম্যানদের পাকিস্তান সফরে ভালো করতে উৎসাহ জাগাবে এটাই সকলের প্রত্যাশা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন
Tweet 20
fb-share-icon20

Related Articles

চট্টগ্রামে মারা সহজ, ওল্ডট্র্যাফোর্ডে গেলে মজা বুঝবে : পিটারসেন

আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন তামিম

শীর্ষে সাকিব -তামিম, কোহলি তৃতীয়

ছক্কা হাঁকানোর রেকর্ডে গেইল-আফ্রিদিদের পাশে তামিম

সাকিব ফিরলে তার কাছেও সহযোগিতা চাইব : তামিম