সৌম্য-ঝড়ে বাংলাদেশের দাপুটে জয়
সৌম্য সরকার ও নাইম হাসানের জোড়া অর্ধ-শতকে ভর করে ইমার্জিং এশিয়া কাপে জয় দিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) প্রতিপক্ষ হংকংকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে স্বাগতিক দল, ১৫৫ বল হাতে রেখেই।
হংকংয়ের ছুঁড়ে দেওয়া ১৬৫ রানের মামুলী লক্ষ্যে মারকুটে ব্যাটিং প্রদর্শন করে বাংলাদেশ। নাইম শেখ অর্ধ-শতক হাঁকিয়ে সাজঘরে ফিরলেও অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে সঙ্গে নিয়ে জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন।
Also Read - সৌম্য-নাইমে বাংলাদেশের উড়ন্ত সূচনা
বিকেএসপিতে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৪ রান জড়ো করে হংকং। দলের পক্ষে সর্বোচ্চ ৩৫ রান আসে হারুন মোহাম্মদ আরশাদের ব্যাট থেকে। এছাড়া অধিনায়ক আইজাজ খান ২৫, কিঞ্চিত শাহ্ ২৪ ও ওয়াজিদ শাহ্ ১৭ রান করেন।
বাংলাদেশের পক্ষে সুমন খান চারটি, মেহেদী হাসান দুটি এবং আফিফ হোসেন ধ্রুব ও হাসান মাহমুদ একটি করে উইকেট শিকার করেন।
জবাবে ব্যাট করতে নামেন বাংলাদেশ ইমার্জিং দলের দুই ওপেনার সৌম্য সরকার ও নাইম শেখ। দুজনের আত্মবিশ্বাসী ব্যাটিং ব্যাট হাতেও দলকে এনে দেয় দারুণ শুরু। ৫২ বলের মকাবেলায় ঠিক ৫২ রান করে ৮টি চার হাঁকানো নাইম ফিরে গেলে ভাঙে ৯৪ রানের উদ্বোধনী জুটি।
তবে এরপর দলের বিপদ ঘটতে দেননি সৌম্য ও শান্ত। নাইমের বিদায়ের পর সৌম্য যেন খোলস ছেড়ে বের হন। মারকুটে ব্যাটিংয়ে অর্ধ-শতক পূর্ণ করার পর দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন ৮৪ রানের অপরাজিত ইনিংস খেলে। ৭৪ বলের মোকাবেলায় সৌম্য হাঁকান ৯টি চার ও ৩টি ছক্কা।
২২ বলে ২২ রান করে অপরাজিত থাকেন শান্ত। বাংলাদেশ জয় নিশ্চিত করে ৯ উইকেট ও ১৫৫ বল হাতে রেখেই।
সংক্ষিপ্ত স্কোর
টস: বাংলাদেশ
হংকং ১৬৪/৯ (৫০ ওভার)
আরশাদ ৩৫, আইজাজ ২৫, কিঞ্চিত ২৪, ওয়াজিদ ১৭
সুমন ১০-০-৩৩-৪, মেহেদী ১০-১-২৩-২, হাসান ১০-৪-১৬-১, আফিফ ৭-০-৪১-১, সৌম্য ১০-২-৩৬-০
বাংলাদেশ ১৬৬/১ (২৪.১ ওভার)
সৌম্য ৮৪* (৭৪), নাইম ৫২ (৫২), শান্ত ২২ (২২)
ফল: বাংলাদেশ ৯ উইকেটে জয়ী।
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।