সৌরভের চিঠির পর অনুশীলনের ঘোষণা আইপিএল দলের
টি-টোয়েন্টি বিশ্বকাপ নাকি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ? এনিয়ে দরকষাকষি চলছে দীর্ঘদিন ধরে। এমন পরিস্থিতিতে আসন্ন অস্ট্রেলিয়া বিশ্বকাপের ভাগ্য ঝুলিয়ে রেখেছে আইসিসি। তবে আইপিএল ইস্যুতে হঠাৎ সরব হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এরই মধ্যে অনুশীলনে ফেরার ঘোষণা দিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।
আইপিএল মানেই রমরমা ব্যবসা। মোটা টাকার ঝনঝনানি। ফ্র্যাঞ্চাইজি থেকে বোর্ড, এমনকি বিশ্ব ক্রিকেটের তারকা ক্রিকেটাররাও সারা বছর অপেক্ষায় থাকেন এই টুর্নামেন্টের জন্য। কিন্তু করোনাভাইরাস এবারের আইপিএল অন্ধকারে ঠেলে দিয়েছে।
গত ২৯ মার্চ আইপিএলের চলতি মৌসুম শুরুর কথা থাকলেও শেষপর্যন্ত তা আর সম্ভব হয়নি। অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে যায় এই টুর্নামেন্ট। অনেকেই চাচ্ছেন আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিবর্তে আইপিএল মাঠে গড়াক। এনিয়ে এতদিন মুখ বন্ধই রেখেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে বিশ্বকাপের ভাগ্য নির্ধারণের তারিখ পিছানোর কারণে এবার নড়েচড়ে বসেছে বিসিসিআই।
আইপিএলের জন্য প্রস্তুতি নিতে রাজ্য ক্রিকেট সংস্থাগুলোকে চিঠি দিয়েছেন খোদ বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। সেখানে সৌরভ লিখেছেন, ‘দর্শকশূন্য স্টেডিয়ামে হলেও এবছর আইপিএল আয়োজন করার ব্যাপারে সম্ভাব্য সকল বিষয়গুলো নিশ্চিত করা হচ্ছে। সমর্থক, ফ্র্যাঞ্চাইজি, ব্রডকাস্টার, স্পন্সর সহ স্টকহোল্ডাররাও আগ্রহ নিয়ে আইপিএলের জন্য অপেক্ষা করছে।’
‘ভারত এবং অন্যান্য দেশের অসংখ্য ক্রিকেটার আইপিএলে অংশগ্রহণ করতে চেয়ে আগ্রহ প্রকাশ করেছে। আমরা বেশ আশাবাদী। বিসিসিআই খুব তাড়াতাড়ি আইপিলের ভবিষ্যৎ নির্ধারণ করবে।’– সেই চিঠিতে আরও জানিয়েছেন তিনি।
বোর্ড সভাপতির এমন চিঠির পর এরই মধ্যে ক্রিকেটারদের অনুশীলনে ফেরার ঘোষণা দিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। আগামী বৃহস্পতিবার থেকে শুরু হবে তাদের অনুশীলন পর্ব। যেখানে অধিনায়ক রোহিত শর্মার সাথে স্থানীয় ক্রিকেটাররা উপস্থিত থাকবেন।
এ প্রসঙ্গে মুম্বাই দলের এক তারকা ক্রিকেটার জানিয়েছেন, ‘আমাদের অনুশীলনে নামার সুযোগ করে দিয়েছে ফ্র্যাঞ্চাইজি। সুতরাং আমরা প্রত্যেকেই আড়াই মাস বাড়িতে বসে থাকার পর অনুশীলনে নামার জন্য মুখিয়ে আছি। হাতে ব্যাট ধরার মত ভালো অনুভূতি আর কোথাও নেই।’
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।