Scores

স্কিল-ফিটনেস বাড়িয়ে নেওয়ার সেরা সুযোগ দেখছেন ইমরুল

গত ১৯ জুলাই অনুশীলন শুরু হলেও ছিলেন না ইমরুল কায়েস। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বেধে দেওয়া সূচি অনুযায়ী আজ (সোমবার) প্রথমবারের মত অনুশীলনে নেমেছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। দীর্ঘ ৪ মাস পর ব্যাট হাতে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।

বিসিবির তালিকা অনুযায়ী দেশের চারটি ভেন্যুতে সর্বমোট ৯ জন ক্রিকেটার অনুশীলনের জন্য সম্মতি জানিয়েছিলেন। গতকাল ঢাকায় প্রথম দিনের অনুশীলনে উপস্থিত ছিলেন মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন ও শফিউল ইসলাম। ছিলেন না ইমরুল কায়েস। আজ অনুশীলন ছিল দুই ক্রিকেটারের, সকালে মিঠুনের পর ইমরুলের।

Also Read - দল থেকে ছিটকে গেলেন পাকিস্তানি অলরাউন্ডার


দীর্ঘ চার মাস বাদে মাঠে ফিরে আজই প্রথমবারের মত ব্যাট হাতে নিয়েছিলেন জাতীয় দলের এই টপ অর্ডার ব্যাটসম্যান। শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরে অনেকক্ষণ ব্যাটিং ঝালিয়ে নিয়েছেন তিনি। এরপর ইমরুল জানান, বর্তমান সময়টা ব্যবহার করতে পারলে নিজেদের স্কিল আর ফিটনেস বাড়িয়ে নেওয়া সম্ভব।

এ প্রসঙ্গে ইমরুল বলেন, ‘প্রায় চার মাস পর আসলে ব্যাট ধরলাম, ব্যাটিং করলাম। এটা অন্যরকম অনুভূতি, ভালো লাগছে। বাসায় যদিও ওয়ার্কআউট করেছি রানিং বা জিম করেছি, কিন্তু ব্যাটিং করার সুযোগ ছিল না। তো দীর্ঘ চার মাস পর ব্যাটিং করলাম খুব ভালো লাগছে।’

সুযোগটা কাজে লাগাতে পারবেন বলে মনে করেন ইমরুল, ‘আশা করি আমরা এই সুযোগটাকে কাজে লাগাতে পারবো। কারণ, এখন আমাদের একটা গ্যাপ আছে, এখন আমরা আমাদের স্কিল নিয়ে বা ফিটনেস নিয়ে কাজ করতে পারব।’

‘তো আমার মনে হয় এটা খুব ভালো সময় খেলোয়াড়দের জন্য। যদি আমরা আমাদের এই সময়টাকে ভালোভাবে ব্যবহার করতে পারি। তো আমার মনে হয় আমরা স্কিলের দিক থেকে বা ফিটনেসের দিক থেকে আরো একধাপ এগিয়ে যেতে পারবো।’– সাথে যোগ করেন তিনি।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

Related Articles

বোলার বনে গেলেন মুশফিক-ইমরুল

ধোনির অবসরে মুশফিক-সাব্বিরদের প্রতিক্রিয়া

বাংলাদেশকে বিশ্বকাপ জেতাতে চান ইমরুল

“নিজের নামের জন্য নয়, দেশের জন্য ক্রিকেট খেলব”

চার সতীর্থকে নিয়ে ফেসবুক লাইভে আসছেন সাকিব