Scores

স্টাম্পের উপর ‘বেল ছাড়াই’ চললো অ্যাশেজের খেলা

গলি ক্রিকেট বা পাড়ার ক্রিকেট নয়, চলছে মর্যাদার অ্যাশেজের লড়াই। পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ ম্যাচে ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে গতকাল (বুধবার) স্বাগতিক ইংল্যান্ড আর অস্ট্রেলিয়া মুখোমুখি হয়েছে সিরিজ বাঁচানোর মিশনে। সেই ম্যাচেই এমন বিরল মুহূর্তের সাক্ষী হয়ে থাকলো গোটা ক্রিকেট বিশ্ব। আম্পায়াররা কিছুক্ষণ খেলা চালালেন স্টাম্পের উপর বেল ছাড়াই৷

স্টাম্পের উপর ‘বেল ছাড়াই’ চললো অ্যাশেজের খেলা
সিরিজের আগের তিন ম্যাচ থেকে ১-১ সমতায় নিয়ে চতুর্থ টেস্টের খেলা শুরু করেছে দুই দল। তবে ম্যাচ শুরু হওয়ার পর দফায় দফায় বৃষ্টির সাথে প্রায় সারাদিন ধরেই চললো প্রবল বেগে বাতাস৷ বাতাসের গতি এতোটাই বেশি ছিল যে, ম্যাচের মাঝেই বেশ কয়েকবার স্টাম্প থেকে বেল পড়ে যায়৷ এমন সমস্যার সম্মুখীন হওয়াতেই বিকল্প পথে হাঁটেন মাঠের আম্পায়াররা। ইনিংসের ৩২ তম ওভারের মাথায় সিদ্ধান্ত নেন স্টাম্প থেকে বেল সরিয়ে দেওয়ার৷

তবে বেল ছাড়া খেলা চালিয়ে যাওয়াটাকে অবশ্য খুব ভালোভাবে নেয়নি স্বাগতিক শিবির। প্রাথমিকভাবে ইংল্যান্ড অধিনায়র জো রুট ও বোলার স্টুয়ার্ট ব্রড আপত্তি জানালেও ধোপে টেকেনি তাঁদের মৃদু প্রতিবাদ৷ কেননা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এর নিয়মের মধ্যেই আছে বিষয়টি।

Also Read - চট্টগ্রাম টেস্ট: তাইজুল-রিয়াদ ঘূর্ণিতে প্রথম সেশন বাংলাদেশের


আইসিসি’র নিয়মাবলির ৮.৫ ধারায় উল্লেখ করা আছে, মাঠের আম্পায়াররা প্রয়োজন মনে করলে খেলা চলাকালীন সময়ে বেল সরিয়ে দিতে পারেন স্টাম্পের উপর থেকে৷ সেক্ষেত্রে পিচের উভয় প্রান্তের স্টাম্প থেকেই বেল সরিয়ে নিতে হবে৷ পরিস্থিতি অনুকূল হলে পুনরায় বেল যথাস্থানে ফিরিয়ে আনতে হবে।

তবে খুব বেশিক্ষণ অবশ্য বেল ছাড়া খেলতে হয়নি দু’দলকে। ৩১.৩ ওভারের পর বেল সরালেও ৩৩ ওভারের পরেই আবার বেল ফিরিয়ে আনা হয় স্টাম্পের উপরে৷ অর্থাৎ ৯টি বলে খেলা হয় স্টাম্পের উপর বেল ছাড়া৷ আন্তর্জাতিক ক্রিকেটে অবশ্য এমন ঘটনা এবারই প্রথম নয়, এনিয়ে দ্বিতীয়বার বেল ছাড়া ম্যাচ অনুষ্ঠিত হলো৷ এর আগে ২০১৭ সালে আফগানিস্তান বনাম ওয়েস্ট ইন্ডিজের ম্যাচেও আম্পায়াররা বেল সরিয়ে নিয়েছিলেন কিছুক্ষণের জন্য৷

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

ক্রিকেটের স্বার্থে ইংল্যান্ড সফর ও আইপিএল খেলবে অজিরা

‘শীর্ষ অলরাউন্ডার হয়েও স্টোকসের মতো খ্যাতি পাই না’

বিশ্বকাপ স্থগিতের আনুষ্ঠানিক ঘোষণা আসছে দ্রুতই

ভারত-অস্ট্রেলিয়ার যৌথ কৌশলে বাদ পড়বে বিশ্বকাপ!

কোহলিকে স্লেজিং করে লাভ হয় না, বরং নিজের ক্ষতি!