স্টার্ক-হ্যাজলউডে কাবু নিউজিল্যান্ড, অস্বস্তিতে অস্ট্রেলিয়াও
ফাইফার পেয়েছেন জশ হ্যাজলউড

তাহসিনা জামানক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2024-03-08T12:45:36+06:00
আপডেট হয়েছে - 2024-03-08T12:45:36+06:00
New Zealand vs Australia
Hagley Oval

New Zealand
162/10 (45.2) 372/10 (108.2)

Australia
256/10 (68) 281/7 (65)
Australia won by 3 wickets
দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। প্রথম দিনেই মাত্র ১৬২ রানে অলআউট হয়েছে কিউইরা। জবাবে ১২৪ রান তুলতেই চার উইকেট হারিয়ে দিন শেষ করেছে অস্ট্রেলিয়া।
ক্রাইস্টচার্চে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেয় সফরকারী অস্ট্রেলিয়া। উদ্বোধনী জুটিতে নিউজিল্যান্ড পায় ৪৭ রান। উইল ইয়ংকে শিকার করে নিউজিল্যান্ডের প্রথম উইকেটের পতন ঘটান মিচেল স্টার্ক। খানিক বাদেই টম ল্যাথামকেও শিকার করেন জশ হ্যাজলউড। ৬৯ বলে ৩৮ রান করেন ল্যাথাম।
হ্যাজলউডের সামনে টিকতে পারেননি রাচিন রবীন্দ্র ও ড্যারিল মিচেলও। তারা দুইজনই ৪ রান করে বিদায় নেন। দুইজনই হন ক্যাচ আউট। মিচেলকে শিকারের পরের ওভারেই কেন উইলিয়ামসনকেও সাজঘরের পথ দেখান হ্যাজলউড। এলবিডব্লিউ হন উইলিয়ামসন। বিদায় নেওয়ার আগে করেন ৩৭ বলে ১৭ রান।
৮৪ রানে পাঁচ উইকেট হারিয়ে ফেলে নিউজিল্যান্ড। কিউইদের স্বস্তি পেতে দেননি মিচেল স্টার্কও। টানা দুই বলে গ্লেন ফিলিপস ও স্কট কুগেলেইনকে শিকার করেন তিনি। পরের ওভারেই টম ব্লান্ডেলকে শিকার করেন ক্যামেরন গ্রিন। ১০৭ রানে আট উইকেট হারিয়ে মহাবিপদে পড়ে নিউজিল্যান্ড।
নবম উইকেটে ইনিংসের সবচেয়ে বড় জুটি পায় কিউইরা। ৫৫ রানের জুটি গড়েন ম্যাট হেনরি ও টিম সাউদি। নিউজিল্যান্ড অধিনায়ক সাউদিকে আউট করে এই জুটি ভাঙেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স। সাউদির ব্যাট থেকে আসে ২০ বলে ২৬ রান।
পরের ওভারেই হেনরিকে আউট করে নিউজিল্যান্ডের ইনিংসের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন হ্যাজলউড। সেইসাথে ফাইফার পূর্ণ করে এই অজি পেসার। হেনরি আউট হওয়ার আগে করেন ২৮ বলে ২৯ রান। নিউজিল্যান্ড সংগ্রহ করে ১৬২ রান।
হ্যাজলউড ৩১ রান খরচ করে শিকার করেন পাঁচটি উইকেট। স্টার্ক ৫৯ রানের বিনিময়ে নেন তিনটি উইকেট।
স্বল্পরানের সংগ্রহের বিপরীতে ব্যাট করতে নেমে স্বস্তিতে নেয় অস্ট্রেলিয়াও। ওপেনিংয়ে আবারো ব্যর্থ হয়েছেন স্টিভ স্মিথ। ২৪ বলে ১১ রান করে বেন সিয়ার্সের বলে এলবিডব্লিউ হন তিনি। আরেক ওপেনার উসমান খাজা ১৬ রান করে হেনরির বলে বোল্ড হন।
ক্যামেরন গ্রিন ও ট্রাভিস হেডও ইনিংস বড় করতে পারেননি। গ্রিন ২৫ রান ও হেড ২১ রান করেন। দুইজনই হেনরির শিকার হন। নাথান লায়নকে নিয়ে দিন শেষ করেছেন মারনাস লাবুশেন। ৮০ বলে ৪৫ রানে অপরাজেয় আছেন লাবুশেন।
দিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ চার উইকেটে ১২৪ রান। অস্ট্রেলিয়া এখনো ৩৮ রানে পিছিয়ে আছে। নিউজিল্যান্ডের পক্ষে তিনটি উইকেট নিয়েছেন ম্যাট হেনরি।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।