Scores

স্টেইনকে পেতে কোহলির একশটিরও বেশি বার্তা আদান-প্রদান

সদ্য সমাপ্ত আইপিএলের নিলামে শুরুতে দল পাননি ডেল স্টেইন। কয়েকবার নিলামে তোলার পর পরবর্তীতে সুযোগ পান রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুতে। নিলাম শেষে স্টেইন প্রসঙ্গে জানাতে গিয়ে দলটির ক্রিকেট ডিরেক্টর মাইক হেসন বলেন, স্টেইনকে দলে টানতে বিরাট কোহলির সাথে অন্তত একশটিরও বেশি বার্তা আদান-প্রদান করেছেন তিনি।

ইনজুরিতে ছিটকে পড়লেন স্টেইন

কয়েক বছর আগেও দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের পেস বোলিং বিভাগের নেতৃত্ব দিয়েছেন স্টেইন। নিজের সুদিন হারাতে বসা এই গতি তারকা বিদায় বলেছেন টেস্ট ক্রিকেটকে। সাদা পোশাকের ক্রিকেটে দক্ষিণ আফ্রিকা জাতীয় দল থেকে অবসর নিলেও এখনো সীমিত ওভারের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেননি স্টেইন। দীর্ঘদিন পর দলে ফিরে পাখির চোখ করেছিলেন ইংল্যান্ডের মাটিতে হয়ে যাওয়া বিশ্বকাপকে।

Also Read - কায়েস এখন আত্মবিশ্বাসী

তবে তার ঠিক আগ দিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খেলতে গিয়ে ইনজুরিতে পড়েন স্টেইন। পরে বিশ্বকাপ দলে নাম থাকলেও কোনো ম্যাচ না খেলেই ছিটকে যেতে হয় তাকে। এরপর সুস্থ হয়ে ফিরলেও জায়গা হয়নি জাতীয় দলে। তবে চেষ্টার কমতি রাখছেন না তিনি। সদ্য শেষ হওয়া মজানসি সুপার লিগে ৮ ম্যাচে ৭.০৯ ইকোনমি রেটে ১৫ উইকেট তুলে নিয়েছেন স্টেইন। এতেই পেসারদের মধ্যে হয়েছেন সেরা।

বলা বাহুল্য, এমন পারফরম্যান্স আইপিএলে সুযোগ করে দিয়েছে স্টেইনকে। তবে নিলামের শুরুতে আগ্রহ দেখায়নি কোনো দল। নিলামে তৃতীয়বারের মত স্টেইনের নাম উঠলে, বেইজ প্রাইজ মাত্র ২ কোটি রুপিতে তাকে দলে নেয় ব্যাঙ্গালুরু।

নিলাম শেষে স্টেইন প্রসঙ্গে হেসন বলেন, ‘আমাদের বরাবরই স্টেইনের প্রতি আগ্রহ ছিল। সে সব সময়ই আমাদের পরিকল্পনার অংশ ছিল। বিরাটের সাথে আমার অন্তত একশটিরও বেশি বার্তা আদান-প্রদান হয়েছে। মধ্যভাগে আমি ঘুমিয়ে পড়েছিলাম কিন্তু ও জেগে ছিল। টিভিতে সব দেখছিল। শেষ পর্যন্ত দেখছিল নিলামে কি হয়। শেষমেশ আমরা স্টেইন নেই।’

‘তাকে যদি আমরা শুরুতেই ডাক দিতাম, তাহলে হয়তো তার জন্য অন্য কেউ তিন বা চার কোটি রুপি অফার করতো। তখন আমরাও তাকে দলে পেতে চাইতাম। স্বাভাবিকভাবেই তার মূল্য বেড়ে যেত। এজন্য আমরা শেষ পর্যন্ত অপেক্ষায় ছিলাম।’ সাথে যোগ করেন তিনি।

Related Articles

শাহরুখদের অংশগ্রহণে আরব আমিরাতে ‘পিএল টি-২০’

সিপিএলে যুক্ত হলো আরো এক ভারতীয় ফ্র‍্যাঞ্চাইজি

“এটি ভারতের ‘বি’ দল না, এটি আইপিএলের সুফল”

দেশের খেলা বাদ দিয়ে আইপিএল খেলবেন উইলিয়ামসন-বোল্টরা?

আজীবনের নিষেধাজ্ঞা, ৭ বছরেই মুক্তি পেলেন ভারতীয় ক্রিকেটার