Scores

স্টোকসের টুইটে শিরোনাম পরিবর্তন করল ক্রিকইনফো

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বন্ধ রয়েছে সব খেলাধুলা। এমন অবস্থায় নানান দল তাদের খেলোয়াড়দের বেতন কেটে রাখছে। বেতন কাটা হবে ইংল্যান্ডের ক্রিকেটারদেরও। কিন্তু ক্রিকেটাররা এ সিদ্ধান্তের বিপক্ষে- এমন শিরোনাম দিয়ে প্রতিবেদন দেয় ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএন ক্রিকইনফো। ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস টুইটারে সেই শিরোনামের প্রতিবাদ করায় তা পরিবর্তন করা হয়।

 

Also Read - করোনা মোকাবেলায় ক্রিকেটারদের তহবিল গঠন


ইএসপিএন ক্রিকইনফোর জ্যেষ্ঠ প্রতিবেদক জর্জ ডবেল সংবাদটি লিখেন। এরপর তা শেয়ার করেন টুইটারে। তা নজর এড়ায়নি ইংলিশ ক্রিকেটার বেন স্টোকসের। এ অলরাউন্ডও দৃষ্টি আকর্ষণ করে টুইট করেন। লিখেন, ‘শিরোনাম শিরোনাম শিরোনাম!!!…”

বেন স্টোকসের টুইটের পর শুরু হয় তীব্র সমালোচনা। সমালোচনার মুখে পড়তে হয় জর্জ ডবেল ও ইএসপিএন ক্রিকইনফোকে। এরপর পরিবর্তিত শিরোনাম হিসেবে লেখা হয়, “ইসিবির ২০% বেতন কাটার প্রস্তাব নিয়ে চিন্তায় পিএসএ।”

শিরোনাম পরিবর্তন করে তা টুইটারে আবার জানিয়ে দেন জর্জ ডবেল। ইএসপিএন ক্রিকইনফোর সেই প্রতিবেদন অনুসারে  ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী টম হ্যারিসন ইংলিশ ক্রিকেটারদের সংগঠন পিসিএ-এর প্রধান নির্বাহী টনি আইরিশকে বেতন কাটা সম্পর্কে একটি চিঠি লিখেন।

কিন্তু ক্রিকেটাররা এ সিদ্ধান্তের বিরুদ্ধে- এমন তথ্য শিরোনামে দেওয়াতে সমালোচিত হতে হয়েছে ক্রিকইনফোকে।

Related Articles

ফিল্যান্ডারের ছোট ভাইকে হত্যা

আসছে খেলাধুলাভিত্তিক স্পোর্টস চ্যানেল, সঙ্গী হন আপনিও

বর্ণবাদের বিরুদ্ধে আওয়াজ তুলল ক্রিকেটাররা

যুগ যুগ ধরে অক্ষুণ্ণ থাকা কিছু রেকর্ড

বিশ্বকাপ জেতানো বোলার নায়ক মাঠের বাইরেও