Scores

স্টোকসের প্রশংসায় মেতেছেন মরগান

বেন স্টোকস ও এউইন মরগানের যৌথ নৈপুণ্যে শনিবার অস্ট্রেলিয়াকে ডাকওয়ার্থলুইস পদ্ধতিতে ৪০ রানে হারিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় করে দিয়েছে ইংল্যান্ড। ম্যাচশেষে সতীর্থ ও জয়ের মূল নায়ক স্টোকসের প্রশংসায় মেতেছেন ইংলিশ অধিনায়ক এউইন মরগান।

স্টোকসের ইতিবাচক মানসিকতার প্রশংসা করে ইংলিশ অধিনায়ক বলেন, ‘অনেকেই আছে যারা যখন সময় পক্ষে থাকে না, তখন একপাশে চেপে যায়। কিন্তু বেন এরকম নয়। আমার মনে হয় প্রথম স্পেলে সে চার ওভার বল করেছিল। এবং এরপর তাকে আমরা ম্যাচের শেষদিকে সবচেয়ে কঠিন দুই ওভার বল করতে দিয়েছিলাম।

Also Read - টস হেরে ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকা


সে তার কাঁধে দায়িত্ব নিতে পারে। আইপিএলেও সে একই কাজ করেছে। সে এটি খুবই ভালো পারে।’

মরগান আরও বলেন, ‘আইপিএল নিলাম প্রমাণ করেছে, সব দলই তাকে চায়। সে সবসময় খেলায় প্রভাব রাখতে চায়- ব্যাট হাতে, বল হাতে, এমনকি ফিল্ডিংয়েও। আজকের ম্যাচেও সে অনেক রান আটকেছে। প্রায় পাঁচ ওভার সে অবিশ্বাস্য ছিল। সে সবসময় খেলার মাঝে থাকতে চায়। তার ব্যাটিং অসাধারণ ছিল। ক্রিজে সে খুবই শান্ত ছিল, আমুদে ছিল। সে যেসব ম্যাচ খেলেছে সব আজ সামনে চলে এসেছে। সে অসাধারণ ছিল।’

  • সিয়াম চৌধুরী, প্রতিবেদক, বিডিক্রিকটাইম
নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

চ্যাম্পিয়ন্স ট্রফির কফিনে আইসিসির পেরেক

‘বিসিবি-ক্রিকেটাররা সবাই আমার মস্তিষ্কে সারাজীবন থাকবে’

ভারতকে টপকে ওয়ানডে র‍্যাংকিংয়ের শীর্ষে ইংল্যান্ড

ভারত আয়োজন না করলে টি-২০ বিশ্বকাপ বাংলাদেশে?

‘আন্ডারডগ’ নয় পাকিস্তান?