Scores

স্টোকসের মতে নিজেদের ভুলেই হেরেছে অস্ট্রেলিয়া!

ম্যাচের শেষ মুহূর্তে বেন স্টোকসকে এলবিডব্লিউয়ের আবেদন নাকচ করে দিয়েছিলেন আম্পায়ার। যদিও পরে রিভিউতে দেখা গেছে সেটা আউট ছিল। এই বিষয়ে কথা বলার সময় স্টোকস যেন মন্তব্য করলেন বোকামির দন্ড দিয়েছে অস্ট্রেলিয়া।

অবিশ্বাস্য স্টোকস, রোমাঞ্চকর হেডিংলি টেস্ট ইংল্যান্ডের

টানটান মুহূর্তে স্টোকসকে আউট করার আবেদন করেন নাথান লায়ন। তবে এই অজি স্পিনারদের আবেদনে সাড়া দেননি আম্পায়ার জোয়েল উইলসন। অ্যাশেজের প্রথম টেস্টেও তার আম্পায়ারিং নিয়ে যথেষ্ট বিতর্ক ছিল। তখন জেতার জন্য ইংল্যান্ডের প্রয়োজন ছিল ২ রান এবং অস্ট্রেলিয়ার ১টি উইকেট।

Also Read - সিপিএল খেলা হচ্ছে না আফিফের


পরবর্তীতে ডিআরএসে দেখা যায়, বলটি সরাসরি স্ট্যাম্পে আঘাত হানে এবং সেখানে তিনটি লাল চিহ্ন উঠে। যার অর্থ আউট হতে পারতেন স্টোকস। তবে সেটা যেন মানতে পারছেন স্টোকস, আমার বিপক্ষে এলবিডব্লিউয়ের আবেদনের ডিআরএস আমি দেখেছি। সেখানে স্পষ্টভাবে তিনটি লাল চিহ্ন এসেছিল। কিন্তু মনে হয় সেটা পুরোপুরি ভুল ছিল, যেহেতু বলটা প্রথমে আমার সামনের পায়ে লাগে এবং বল আর ঘোরেনি। আমি এখনো বিশ্বাস করতে পারছি না, ওটা আউট ছিল! আমি ভেবেছিলাম পায়ে আঘাত করার পরেই বলটা লেগ সাইডে বের হয়ে গেছে।’

আম্পায়ার যদি সেটা আউট দিত তাহলে জয় নিয়েই মাঠ ছাড়তে পারত অস্ট্রেলিয়া কিংবা তাদের হাতে যদি আরেকটা রিভিউ নেয়ার সুযোগ থাকত তাহলেও। কিন্তু আগেই রিভিউ নষ্ট করে ফেলেছিলেন টিম পেইন।

অজিদের এই ভুলের ব্যাপারে স্টোকস বলেন, ‘এ ঘটনা থেকে শিক্ষা নেয়ার যে আপনি কতটা ফলপ্রসূভাবে রিভিউ কাজে লাগাতে পারেন। আপনি যখন এমন পরিস্থিতিতে পড়বেন তখন অবশ্যই আপনার একটা রিভিউ প্রয়োজন পড়বে। তাদের যদি আরেকটা রিভিউ নেয়ার সুযোগ থাকত তাহলে তারা সেটা ব্যবহার করতে পারত। তখন তারা জয় নিয়েই মাঠ ছাড়তে পারত।’

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন
Tweet 20
fb-share-icon20

Related Articles

অভিমানে অবসরে অস্ট্রেলিয়ান ক্রিকেটার

বাংলাদেশ সফরের আশা ছাড়ছেন না কামিন্স

করোনায় আটকে গেছে তাদের বিয়ে

জুনেও বাংলাদেশ সফরে আসছে না অস্ট্রেলিয়া!

গিলক্রিস্টের কাছে ভক্তের খোলা চিঠি