‘স্টোকস যদি এমনটা কোহলিকে করত?’ -প্রশ্ন ওয়ার্নের
জস বাটলারকে মানকাডিংয়ের ফাঁদে আউট করার পর থেকেই দুয়ো শুনচ্ছেন রবিচন্দ্রন অশ্বিন। শেন ওয়ার্ন যেনো একটু বেশিই তেতেছেন এই বিষয়ে।
গতকাল রাতে কিংস ইলেভেন পাঞ্জাব ও রাজস্থান রয়্যালসের মধ্যকার ম্যাচ চলছিল। পাঞ্জাবের স্পিনার আশ্বিন বল ডেলিভারি করার আগেই রাজস্থানের ইংলিশ ব্যাটসম্যান জস বাটলার ক্রিজ থেকে বেরিয়ে যান। তখন বল ডেলিভারি করার আগেই স্ট্যাম্প ভেঙে দেন অশ্বিন।
Also Read - মানকাডিং আউট: টুইটারে হার্শাকে একহাত নিলেন ওয়ার্ন
অশ্বিনের পক্ষই ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলে। আর টুইটারে হার্শাকে একহাত নিয়েছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তী সাবেক স্পিনার শেন ওয়ার্ন। মানকাডিং ইস্যুতে আবারো টুইট বার্তা দিয়েছেন ওয়ার্ন। এবার তুলনা করেছেন বিরাট কোহলিকে বেন স্টোকস মানকাডিংয়ের ফাঁদে ফেললে সেটা সঠিক হতো কিনা।
ওয়ার্নার আরো বলেন, পাঞ্জাবের অধিনায়ক রবিচন্দ্রন আশ্বিনের এই কাণ্ডে অনেক সমর্থকরা মুখ ফিরিয়ে নিয়েছে দলটির পক্ষ থেকে। এর বিরুদ্ধে বিসিসিআই (ভারতীয় ক্রিকেটবোর্ড) পদক্ষেপ নেবে বলেই আশা করছেন সাবেক এই অজি লেগ স্পিনার।
ওয়ার্ন তার টুইটে বলেন, ‘দুঃখিত- আরো কিছু বলার ছিল। আশ্বিন যেটা করেছে সেটা যদি বিরাট কোহলির সাথে বেন স্টোকস করতো তবে কি সেটা সঠিক হতো? আমি খুবই হতাশ কারণ আমি মনে করতাম আশ্বিনের মধ্যে সততা ও ক্লাস আছে। আজ রাতে (সোমবার রাতে) কিংস (কিংস ইলেভেন পাঞ্জাব) অনেক সমর্থক হারিয়েছে। বিশেষ করে তরুণ ও তরুণী সমর্থকদের। আমি আশা করছি বিসিসিআই এই বিষয়ে কোনো পদক্ষেপ নেবে।’
Sorry – one more thing to add. If Ben Stokes did what Ashwin did to @imVkohli it would be ok ? I’m just very disappointed in Ashwin as I thought he had integrity & class. Kings lost a lot of supporters tonight. Especially young boys and girls ! I do hope the BCCI does something
— Shane Warne (@ShaneWarne) March 25, 2019
ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে এই আউটটি সঠিকই ছিল। তবে এটি আউট হলেও প্রতিপক্ষ দলের ফর্মে থাকা ব্যাটসম্যানকে এভাবে আউট করায় অনেকে স্পোর্টসম্যানশিপ রক্ষা না করার অভিযোগ তুলেছেন অশ্বিনের বিরুদ্ধে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও টুইটারে অনেকেই অশ্বিনের মুন্ডুপাত করছেন।