Scores

স্থগিত আরেকটি সিরিজ, খুলে গেল আইপিএলের দুয়ার

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আকাশ থেকে কালো মেঘের ঘনঘটা ক্রমশ দূর হচ্ছে। করোনার কারণে আইপিএলের ১৩তম আসর বারবার বাধাগ্রস্ত হলেও এবার পুরোদমেই মাঠে গড়াবে আসরটি। অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ স্থগিত ঘোষণা করায় আইপিএলের পথ আরও সুগম হল।

স্থগিত আরেকটি সিরিজ, খুলে গেল আইপিএলের দুয়ার
অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ বাতিল হওয়ায় আরও সুগম হল আইপিএলের পথ। ফাইল ছবি

টি-টোয়েন্টি ক্রিকেটের দুই পরাশক্তির মধ্যকার এই সিরিজ পিছিয়ে যাওয়াই যেন প্রমাণ করছে আইপিএলের আবেদন কতখানি। এবারের আইপিএল শুরু হবে আগামী ১৮ সেপ্টেম্বর, শেষ হবে ১০ নভেম্বর। অক্টোবর জুড়ে বাজবে আইপিএল উৎসবের দামামা। এই সময়েই ছিল অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের সিরিজ।

Also Read - ইংল্যান্ডের ব্যাটিং কোচের দায়িত্বে জনাথন ট্রট


পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, অক্টোবরেই টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুস্থত হওয়ার কথা ছিল। কিন্তু বিশ্বব্যাপী নাজুক করোনা পরিস্থিতির কারণে বিশ্বকাপ পিছিয়ে গেছে। অস্ট্রেলিয়ার আয়োজনে এই বিশ্বকাপ আয়োজিত হবে ২০২১ বা ২০২২ সালের শেষের দিকে। অস্ট্রেলিয়ায় যখনই বিশ্বকাপ হোক না কেন, ওয়েস্ট ইন্ডিজ তখনই খেলবে এই দ্বিপাক্ষিক সিরিজটি।

প্রসঙ্গত, তিন ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজ ৩, ৬ ও ৯ অক্টোবর মাঠে গড়ানোর কথা ছিল।


সিরিজ স্থগিত করার পেছনে আইপিএলও বড় অবদান রেখেছে। বিশ্বের সবচেয়ে জমজমাট লিগটিতে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের নামীদামী ক্রিকেটাররা অংশ নেন, জাতীয় দলের জন্য যারা আইপিএলে অংশ না নিলে দুবায়ে অনুষ্ঠিতব্য লিগটি অনেকটাই রঙ হারাবে। কাড়ি কাড়ি টাকার গন্ধ ছড়ানো আর মুদ্রার ঝনঝনানি শোনানো আইপিএলকে ‘না’ বলার সাধ্য কার!

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

Related Articles

ক্রিকেট অস্ট্রেলিয়ার সিদ্ধান্তে রশিদ খানদের স্বপ্নভঙ্গ

আটকে গেল নিউজিল্যান্ডের অস্ট্রেলিয়া সফর

দেশে ফিরতে জটিলতার সম্মুখীন মার্শ

ডিন জোন্সকে হারিয়ে শোকে স্তব্ধ ক্রিকেট দুনিয়া

না ফেরার দেশে কিংবদন্তি ডিন জোন্স