Scores

স্থগিত করা হলো বাংলাদেশ-পাকিস্তান সিরিজ

নভেল করোনাভাইরাসের কারণে স্থগিত করা হয়েছে বাংলাদেশের আসন্ন তৃতীয় দফা পাকিস্তান সফর। ওই সফরে একটি ওয়ানডে এবং একটি টেস্ট খেলার কথা ছিল দুই দলের। দুই দেশের বোর্ড মিলে সিরিজটি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।


বর্তমানে বিশ্বজুড়ে এক আতঙ্কের নাম করোনাভাইরাস, যার নাম দেওয়া হয়েছে কোভিড-১৯। এই ভাইরাসের কারণে ইতোমধ্যে অনেক মানুষ প্রাণ হারিয়েছেন। মারাত্মক সংক্রামক ও ছোঁয়াচে রোগ হওয়ায় মানুষের মনে আতঙ্কের সৃষ্টি হয়েছে আরও বেশি। সম্প্রতি ভাইরাসের প্রভাব পড়েছে ক্রীড়া জগতেও। করোনা ভাইরাসের কারণে ইতোমধ্যে বেশি কয়েকটি আন্তর্জাতিক সিরিজ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বোর্ডগুলো।

অন্যান্য বোর্ডগুলোর মতো এই পথে হেঁটেছে বিসিবি ও পিসিবি। দুই বোর্ডের মধ্যকার চুক্তি অনুযায়ী, তৃতীয় ও শেষ দফায় এই মাসের শেষদিকে পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশের। তবে করোনাভাইরাস যেভাবে বিশ্বব্যাপী ছড়িয়েছে, তাতে সিরিজের ভবিষ্যৎ নিয়ে ছিল শঙ্কা। বিসিবি এই সিদ্ধান্তের ভার পিসিবির উপরই ছেড়ে দিয়েছিল। অবশেষে দুই বোর্ডের সম্মতিতে স্থগিত করা হলো বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সিরিজটি।

Also Read - করোনাভাইরাসের শঙ্কায় বাতিল বুড়োদের বিশ্বকাপ


বিষয়টি এক বিবৃতির মাধ্যমে নিশ্চিত করেছে বিসিবি ও পিসিবি। অবশ্য পূর্ণাঙ্গ সিরিজের এই অংশ নিয়ে হাল ছেড়ে দিচ্ছে না দুই বোর্ড। করোনাভাইরাসের প্রভাব কমলেই ফের আয়োজন করা হবে সিরিজটি। শুধু এই সিরিজই নয়, দেশটির ঘরোয়া ক্রিকেট- পাকিস্তান কাপও স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

এর আগে দুই দফায় পাকিস্তান সফর করেছিল বাংলাদেশ। প্রথম দফায় তিনটি টি-টোয়েন্টি এবং দ্বিতীয় দফায় দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি খেলতে পাকিস্তান সফর করেছে বাংলাদেশ।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

Related Articles

বাংলাদেশের ‘২’ বছর আগের পরিণতি হতে যাচ্ছে আফগানিস্তানের!

করোনা মোকাবেলায় দেশবাসীর প্রতি অভিষেকের অনুরোধ

পুরো এফটিপি পরিবর্তন হলেও আইপিএলের জন্য সময় দাবি আজহারের

লকডাউন অমান্য করে ক্রিকেট খেলায় কারাগারে ‘৩’ ক্রিকেট ভক্ত

কোয়ারেন্টিনে যেমন কাটছে ক্রিকেটারদের দিন